Extra Train Stoppages For Madhyamik: মাধ্যমিকের জন্য বিশেষ রেল পরিষেবা, অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন

।। প্রথম কলকাতা ।।

Extra Train Stoppages For Madhyamik: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই পরীক্ষার্থীরা তাদের ছাত্র জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষার মুখোমুখি হবেন। মাধ্যমিক পরীক্ষাকে (Madhyamik) কেন্দ্র করে পর্ষদের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট পর্ষদ। আর এবার পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ ঘোষণা পূর্ব রেলের। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। সোমবার পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে জানানো হয়, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একগুচ্ছ ট্রেন অতিরিক্ত কিছু স্টপেজে (Extra Stoppage) দাঁড়াবে।

পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ,১ মার্চ ,৩ মার্চ এবং ৪ মার্চ পর্যন্ত এই বাড়তি রেল পরিষেবা পাওয়া যাবে। সকাল দশটা থেকে ১১:৪৫ মিনিট এবং দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাড়তি স্টেশন গুলিতে দাঁড়াবে। এতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অনেকটাই অসুবিধা হবে, এমনটাই মনে করছে পূর্ব রেল।

কোন কোন স্টপেজে দাঁড়াবে ট্রেন ?

মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রথম পত্রের পরীক্ষা। দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ১ মার্চ ইতিহাস, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌত বিজ্ঞান এবং ৪ মার্চ অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version