Kolkata Metro: বিশেষ মেট্রো পরিষেবা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের জন্য, জেনে নিন সময়সূচী

।। প্রথম কলকাতা ।।

Kolkata Metro: আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে আগেই একগুচ্ছ লোকাল ট্রেন অতিরিক্ত কিছু স্টেশনে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন তাদের অভিভাবক এবং নিত্যযাত্রীরাও । এবার সেই পথেই হাঁটল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)। মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে তাঁরাও মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ মেট্রো পরিষেবা (Special Metro Service) দিচ্ছেন।

শুধুমাত্র মাধ্যমিক (Madhyamik) নয়, উচ্চমাধ্যমিক (Higher Secondary) এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার বিষয়টিকে সামনে রেখে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মেট্রো রেলের এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। উল্লেখিত দিনগুলিতে পাঁচ- ছয় মিনিট অন্তর অন্তর চলাচল করবে মেট্রো। সকাল ন’টা থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে। রাত ৮: ১৮ মিনিট পর্যন্ত মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

এছাড়াও শনিবারে অতিরিক্ত চারটি আপ এবং চারটি ডাউন মেট্রো চলাচল করবে। এদিন সকাল ন’টা থেকে না হলেও বেলা দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে , শেষ হবে ৪ঠা মার্চ । আর ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন, তাদের এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া আরও সুবিধাজনক হয়ে উঠবে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন ৬ লক্ষ ৯৮ হাজার পড়ুয়া। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পর্ষদের তরফ থেকে নিরাপত্তার ওপর জোরদার নজর রাখা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version