Sonia Gandhi: জ্বর, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

।। প্রথম কলকাতা ।।

Sonia Gandhi: আবার অসুস্থ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এখন তিনি হাসপাতালে (Hospital) ভর্তি। এই নিয়ে নতুন বছরে দু’বার তিনি হাসপাতালে ভর্তি হলেন। পরিস্থিতি আপাতত স্থিতিশীল। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। জ্বর এবং বুকের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জানুয়ারি মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বলা হচ্ছে, তাঁর ব্রঙ্কাইটিসের সমস্যা থাকতে পারে। নয়া দিল্লির (Delhi) গঙ্গারাম হাসপাতালে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছে। এখন তাঁর বয়স প্রায় ৭৬ বছর। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে চেস্ট মেডিসিন বিভাগে দ্রুত চিকিৎসা শুরু হয়। সিনিয়র কনসালট্যান্ট অরূপ বসুর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হচ্ছে।

২০২৩ এর জানুয়ারি মাসে শ্বাসনালীর সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন অসুস্থতার খবর পেয়ে ভারত জোড়ো যাত্রা থেকে দিল্লি আসেন তাঁর পুত্র তথা কংগ্রেস সংসদ রাহুল গাঁধী এবং প্রিয়াঙ্কা। গত বছর তিনি করোনাতেও সংক্রমিত হয়েছিলেন। তার পর থেকেই একের পর এক শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক মাস আগে বিদেশে গিয়েছিলেন ঘাড়ের চিকিৎসা করাতে। কিছুদিন আগেই জোর জল্পনা শুরু হয়। গুঞ্জন ওঠে, তিনি নাকি রাজনীতি থেকে অবসর নেবেন। রাজনীতি থেকে তাঁর অবসর নেওয়ার ঘটনা জুড়ে তুমুল হইচই পড়ে যায়।

সোনিয়া গান্ধীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। অবস্থা আপাতত স্থিতিশীল, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্রঙ্কাইটিসের সমস্যা থাকতে পারে। যদিও হাসপাতাল থেকে সেই খবর নিশ্চিত করা হয়নি। সম্ভবত তাঁকে আগামী বছর লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না। এখনো পর্যন্ত এই নিয়ে কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version