Yashasvi Jaiswal: ফুচকা বিক্রি করতেন, রাত কাটাতেন ফুটপাতে, আইপিএলের যশস্বীর কঠিন লড়াই সত্যিই অনুপ্রেরনার

।। প্রথম কলকাতা ।।

Yashasvi Jaiswal: আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছেন যশস্বী জয়সওয়াল। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন যশস্বী। এখন সকলের মুখে একটাই কথা
‘যশস্বী ভব’। দারিদ্র্যতাকে ঠেলে নিজের স্বপ্নে অবিচল থেকে সাফল্য পাওয়া তেমন একজন ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল। একটা সময় পেটের দায়ে ফুচকা বিক্রি করে দিন চালিয়েছেন এই ক্রিকেটার। রাত কাটাতে হয়েছে তাবুতে। মুম্বাইয়ের ফুটপাত ছিল তাঁর নিত‍্য সঙ্গী।

একদা ফুচকা বিক্রেতা থেকে আইপিএলের মেগা মঞ্চে তারকা হয়ে ওঠা যশস্বীর জীবন যুদ্ধ অনেকের অনুপ্রেরণার। সত্যি এমন দৃষ্টান্ত দেখা মেলা ভার। যশস্বী শুধু ভারতের তরুণ প্রজন্মের প্রেরণা নন, তিনি হলেন তাবড় তাবড় খেটে খাওয়া মানুষের আইডল। যে ছেলে একটা সময় ফুচকা বিক্রি করতেন সেই ছেলে কিনা আইপিএলের নজিরধারী ব্যাটার।

উত্তরপ্রদেশের ভদোহী গ্রামে থাকতেন যশস্বী। সংসারের অভাবের কারণে মাত্র ১১ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন তিনি। পাড়ি দেয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। কিন্তু থাকার জন্য ছিল না মাথার উপর কোনো ছাদ। বেশিরভাগ রাত কাটতো তাবুতে অথবা দুধের দোকানে। মুম্বাইয়ের ফুটপাত ছিল তাঁর নিত্য সঙ্গী।

সকালে ক্রিকেট খেলতেন বিকেলে ফুচকা বিক্রি করতেন এই ক্রিকেটার। অর্থের প্রয়োজনে ফুচকা বেচতেন। একদিন তার দোকানে ফুচকা খেতে এসেছিলেন যাদের সঙ্গে তিনি অনুশীলন করতেন সেইসব ক্রিকেটাররা। তাদের দেখে লজ্জা, অসম্মানে ছুটে পালিয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন আর নয়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ফিরে যাওয়ার ভাবনা নেন। কিন্তু শেষমেশ হাল ছাড়েননি।‌ কঠিন লড়াই সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পর এখন তিনি রিয়েল হিরো।

মুম্বাইয়ে থাকা সহজ নয়। তাই তাকে ফুচকা বিক্রি করতে হতো। সান্তাক্রুজের কোচের নজরে পড়ে যান এই তরুণ। তারপর তিনি যশস্বীর থাকার ব্যবস্থা করে দেন। দুরন্ত পারফরমেন্সের মাধ্যমে কোচের এই উপকারে যোগ্য প্রতিদান দেন এই ক্রিকেটার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আস্তে আস্তে নিজেকে মেলে ধরেন।কঠোর পরিশ্রম করে নিজেকে পরিণত করেন।

২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পান। বিশ্বকাপে তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। তারপর বিশ্ব আসরে সেরা ক্রিকেটারের মর্যাদা পান তিনি। রাজস্থান ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ সদস্য যশস্বী। আইপিএলের চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন যশস্বী। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। তবে আরো ভালো পারফরম্যান্স দেখানোই তার লক্ষ্য।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে যে রকম সাফল্য পাচ্ছেন এই তরুণ সেটা বজায় রাখতে পারলে রহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে একই দলে খেলার সময়ের অপেক্ষা। অর্থাৎ সামনে অনেক পথ চলা বাকি। যশস্বীর স্বপ্ন ভারতীয় দলের হয়ে খেলা। পাশাপাশি বলতেই হয় যশস্বী বিশ্বের কোটি কোটি তরুণদের যেন বার্তা দিলেন লড়াইটা চালিয়ে যেতে হবে। কাউকে হয়তো বেশি দিন, কাউকে হয়তো কম দিন। কিন্তু লড়াইটা চালিয়ে গেলে সাফল্য আসবেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version