Smart Bin In Kolkata: শহর জুড়ে বসবে স্মার্ট বিন, সমাধান মিলল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের সমস্যার

।। প্রথম কলকাতা।।

Smart Bin In Kolkata: শহরে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের সমস্যা ক্রমশ বড় আকার ধারণ করছিল। সেই সমস্যার সমাধান করতে এবার কলকাতা জুড়ে বসানো হল স্মার্ট বিন (Smart Bin)। আর এই স্মার্ট বিনের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকেম। সেন্সর বসানো এই স্মার্ট বিন ব্যবহার করে প্লাস্টিকের বোতল গুলির পুনর্ব্যবহার সম্ভব , এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার স্মার্ট বিন উদ্বোধন অনুষ্ঠানে ফিরহাদ হাকিম (Firhad Hakim) ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা।

সূত্রের খবর অনুযায়ী, এই স্মার্ট বিন তৈরি করার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। বোতলের আকৃতিতে তৈরি করা হয়েছে বিনগুলিকে। আর সেই বিনগুলির মধ্যে থাকছে সেন্সর (Sensor)। এর মাধ্যমে বোঝা যাবে ওই বিনটি কতটা ভর্তি হয়েছে। ম্যাগপেট পলিমার প্রাইভেট লিমিটেড এই সেন্সর যুক্ত স্মার্ট বিনটি তৈরি করে বলে জানা যায় । এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করা আরও সহজ হবে এমনটাই মনে করছেন ফিরহাদ। ইতিমধ্যে কলকাতা পুরসভা গোটা শহর জুড়ে প্রায় এক হাজার বিন বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

যেভাবে শহরে দূষণ ছড়াচ্ছে তাতে বর্জ্য ব্যবস্থাপনা করা একটা বড় দায়িত্ব হয়ে উঠেছিল। সেই কাজে প্রথম দিকে খানিকটা ব্যর্থ হওয়ার পরেও এবার কলকাতা প্লাস্টিক বর্জ্যমুক্ত শহর হওয়ার পথে এগোচ্ছে। প্রথম যখন ম্যাগপেট পলিমার প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এই সেন্সরযুক্ত বিনটির ব্যাখ্যা দেওয়া হয় এবং এটি কীভাবে কাজ করবে সেই সংক্রান্ত ডেমো দেওয়া হয়েছিল তখন স্বাভাবিকভাবেই যথেষ্ট বিস্ময় সৃষ্টি হয়েছিল আধিকারিকদের মধ্যে। এমনটাই জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তবে এই উদ্যোগের প্রশংসা করেছেন তিনি নিজেও। বিন গুলির উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। আগামী দু মাসের মধ্যে শহর কলকাতার আনাচে-কানাচে এই স্মার্ট বিনগুলি দেখতে পাওয়া যাবে। এ বিষয়ে আশাবাদী পুরসভা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version