স্লিপার কোচ না বিলাসবহুল প্লেন! বন্দে ভারতের নতুন লুক ফাঁস, ফিচার্স জানলে চমকে যাবেন

।। প্রথম কলকাতা ।।

এটা কি ট্রেন নাকি কোনও বিলাসবহুল বিমান? এমন ঝকঝকে ইন্টিয়র ট্রেনের ভিতর। বন্দে ভারতের স্লিপার কোচ চমকে দেবে আপনাকে। স্লিপার কোচেও এসি থাকছে নাকি? ছবিগুলো দেখে কেমন একটা বিদেশ বিদেশ গন্ধ পাওয়া যাচ্ছে না? স্লিপার কোচে বসে ক্লোড ডিঙ্কস হাতে নিয়ে সিনেমা দেখতে দেখতে গন্তব্যে পৌঁছচ্ছেন আপনি। ঠান্ডা হাওয়ায় ঘুম ঘুম পাচ্ছে আপনার। ভাবলেই কেমন লাগে না হ্যাঁ এবার বন্দে ভারতের স্লিপার কোচ আপনাকে দেবে সেই অভিজ্ঞতা। বড়সড় চমক দিতে চলেছে এবার ভারতীয় রেল। বন্দে ভারত এক্সপ্রেসে এখনও পর্যন্ত কেবল চেয়ার কার রয়েছে। এবার এই ট্রেনে জুড়ছে স্লিপার কোচ।

আর এই স্লিপার কোচে যা থাকছে তা কল্পনাও করতে পারবেন না আপনি। বন্দে ভারতের স্লিপার ট্রেনটি হবে ১৬ কোচ বিশিষ্ট। যার মধ্যে ১১টি থ্রি-টায়ার, ৪টি টু-টায়ার এবং ১টি ফার্স্ট ক্লাসের হবে‌। চেয়ার কারের মতো প্রতিটি স্লিপার কোচ বাতানুকূল হবে। থ্রি-টায়ার স্লিপার কোচও হবে সম্পূর্ণ বাতানুকূল। মানে এসি থাকছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন। যেটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। পাশাপাশি, প্রায় প্রতিমাসেই নতুন নতুন রুটে চলাচল শুরু করেছে বন্দে ভারত। এই অবস্থা যাত্রীদের নতুন গিফট দিচ্ছে রেল। প্রতিটি কোচের বার্থগুলি হবে তুলনামূলক চওড়া। যাত্রীদের পাশাপাশি রেলকর্মীদের জন্যও বার্থ সংরক্ষিত থাকবে স্লিপার কোচে। এছাড়া প্রতিটি কোচে থাকবে মিনি প্যান্ট্রি। প্রতিটি স্লিপার কোচে থাকবে ওয়াই ফাই।

সেইসঙ্গে চকচকে এলইডি স্ক্রিন। ওই স্ক্রিনে গন্তব্য, স্টপেজের নাম ফুটে উঠবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি কোচে থাকবে সিসিটিভি। এই ট্রেনের শৌচাগার পরিস্কারও বড় হবে। পাশাপাশি, এটিতে থাকবে একটি করে চার্জিং পয়েন্ট। শীঘ্রই স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামবে বলে জানিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যে বন্দে ভারতের স্লিপার কোচের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ট্রেনটির প্রায় ৯৫ শতাংশ উপাদান দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও, যেহেতু এই ট্রেন দূরের গন্তব্য সফর করবে সেই কারণে এখানে গার্ডের কোচ, লাগেজ কম্পার্টমেন্টের পাশাপাশি প্যান্ট্রি কার সহ যাঁরা পোষ্য নিয়ে যাতায়াত করবেন। সেই পোষ্যদের জন্যও জায়গা বরাদ্দ থাকবে। সমগ্র ট্রেনে প্রায় ৮০০ জন যাত্রী সফর করতে পারবেন বলেও খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version