।। প্রথম কলকাতা।।
Gladiolus Flower Farming : ফুল মানেই সুন্দর । ভারতীয় বহু ফুল রয়েছে যা যে কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম । তবে বিদেশি কিছু ফুল রয়েছে যাদের রঙিন পাপড়ি, সুন্দর পুষ্পদন্ড সকলেরই নজর কাড়ে। সেই রকম একটি ফুল হল গ্ল্যাডিওলাস। এই ফুল বিগত কয়েক বছর ধরে ভারতেও চাষ করা হচ্ছে বাণিজ্যিক কারণে। বর্তমানে এই ফুলের বাজার চাহিদা আকাশ ছোঁয়া। তাই এই ফুল চাষ করে বেশ লাভের মুখ দেখতে পেয়েছেন কৃষক বন্ধুরা। আপনি চাইলে বাড়ির ছাদ বাগানেও গ্ল্যাডিওলাস ফুলের চাষ করতে পারেন।
এই ফুল চাষ করার জন্য বিশেষ কিছুরই প্রয়োজন হয় না। উর্বর দোঁ-আশ মাটি এই গাছের বেড়ে ওঠার জন্য একেবারে উপযোগী । তবে এই চাষের জন্য কাদাযুক্ত কালো মাটি ব্যবহার না করাই ভালো। সাধারণত গ্ল্যাডিওলাস বেড়ে ওঠার জন্য আর্দ্র ও ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয় । মোটামুটি ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছ ভালোভাবে বৃদ্ধি পায় তাই। তাই এই চারা লাগানোর একেবারে আদর্শ সময় হল সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস।
এই ফুল চাষ করার ক্ষেত্রে অবশ্যই সূর্যালোকেরও প্রয়োজন হয়। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন হয় । এই ফুল চাষ করার জন্য প্রথমে পরিমাণ মতো দো-আঁশ মাটি নিয়ে তার সঙ্গে পাতার সার এবং গোবর সার মিশিয়ে দিতে হবে । তারপর বীজ রোপণ করতে হবে । একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, গ্ল্যাডিওলাস চাষ করার জন্য মাটি সবসময় ঝুরঝুরে হতে হবে । তবে যেখানে গ্ল্যাডিওলাস চাষ করবেন সেই জায়গাটি অবশ্যই আগাছা মুক্ত রাখবেন প্রয়োজন হলে গাছ কিছুটা বৃদ্ধি পেলে কঞ্চি অথবা শক্ত লাঠি পাশে পুঁতে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবেন।
চাষ করতে গেলে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে কখনই যেন গাছের গোড়ায় জল না জমে থাকে । নিয়মিত জল দিতে হবে, সারও দিতে হবে কিন্তু জল জমতে দেওয়া যাবে না গাছের গোড়ায় । কিছুদিন অন্তর অন্তর মাটি খুঁচিয়ে দিতে হবে । একবার বৃদ্ধি পেতে শুরু করলে তা বড় ঝাড়ে পরিণত হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর সেই ঝাড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে কৃষক বন্ধুদের জেনে রাখা উচিত যদি বাণিজ্যিকভাবে গ্ল্যাডিওলাস চাষ করতে হয় তাহলে অনবরত একই জমিতে এই ফুল চাষ করা যাবে না। করলে মাটিতে রোগ হতে পারে । তাই পর্যায়ক্রমে অন্যান্য ফসল চাষ করতে হবে অবশ্যই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম