Single Mother: সিঙ্গেল মাদার মানেই আলোচনার বিষয়! উপেক্ষা করে ভালো থাকতে শিখুন

।। প্রথম কলকাতা ।।

Single Mother: ‘বর, বিয়ে সংসার চাই না আমি তবে আমার একটা বাচ্চা চাই৷ আমি সিঙ্গেল মাদার (Single Mother) হতে চাই’, একটা মেয়ের আজকের দিনে দাঁড়িয়ে এই মনে হওয়া কিন্তু একেবারেই নতুন নয় অনেক স্বাবলম্বী মেয়েই এভাবে চাইছেন মাতৃত্বের আস্বাদ আবার অন্যদিকে অনেক মেয়ের বিয়ের পর ডিভোর্স হচ্ছে যখন তখন দেখা যায় হয়তো সে সন্তানসম্ভবা কিংবা ইতিমধ্যেই মা হয়ে গেছে সে। তখন তাকে নিয়েই শুরু হয় সেই মেয়েটির নতুন লড়াই। মাতৃত্বের লড়াই। একলা মা হওয়ার লড়াই।

বিদেশে কিন্তু অনেকদিন ধরেই ‘সিঙ্গেল মাদার’ ভাবনাটির প্রচলন রয়েছে। এমনকি একাধিক জায়গায় রয়েছে ‘সিঙ্গল মম’স ক্লাবও! সমীক্ষা বলছে একলা মায়ের সংখ্যা গত ২০ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন ধীরে ধীরে ভারতেও এই কনসেপ্টের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। কলকাতার ক্ষেত্রে বিশেষত প্রচুর মহিলা আছেন যারা সিঙ্গেল মাদার।

আধুনিক ভাবনায় বিশ্বাসী অনেক মহিলাই বিয়েকে একটা অতিরিক্ত বোঝা ভাবেন কিন্তু মাতৃত্বের স্বাদ পেতে চান কমবেশি সকলেই। তারা এটাও ভাবেন যে মা হতে গেলে বিয়ে করা আবশ্যিক নয়। তাই সারোগেসি হোক কিংবা দত্তক— নিজেদের মা হওয়ার উপায় বেছে নেন তারা নিজেরাই। কে কি বলল তার পরোয়া করার দরকারই পড়ে না। কারণ তিনি জানেন তিনি স্বাবলম্বী। মাস গেলে যে টাকাটা তার ব্যাংক একাউন্টে আসে তা তার নিজের পরিশ্রমের মূল্য। তাই তিনি চাইলেই নিজেই তার মা হওয়ার ইচ্ছে পূরণ করতে পারেন। প্রতিবেশীদের উঁকুঝুকি, গসিপ, পরিবারের সমালোচনার তোয়াক্কা না করে একেবারে নিজের মত করে জীবন কাটান তারা।

অন্যদিকে লড়াইটা বেশ খানিকটা কঠিন হয়ে যায় ডিভোর্সী মায়েদের। কারণ চারপাশের সমাজ আজও ডিভোর্সী তকমা দেওয়া মেয়েকে ভালো চোখে দেখে না। অথচ দেখা যায় অনেক ক্ষেত্রেই ওই বিয়েতে মেয়েটি হয়তো সুখী ছিলেন না হয়তো তার ওপর অত্যাচার করা হত তাই বাধ্য হয়েই ডিভোর্স দিয়েছেন তিনি। সন্তানের কাস্টডিও তার। কিন্তু পারিপার্শ্বিকতা এত সহজ ভাবে ভাবতেই পারেন না বিষয়টা। তাদের কাছে সেই মেয়েটির জীবন তখন হয়ে ওঠে গসিপের টপিক! সেই মা চাকরি করলেও সমস্যা, কারণ প্রশ্ন উঠে যায় চরিত্র নিয়ে আবার চাকরি না করলেও বিপদ।

তাই কে কী বলল তা উপেক্ষা করতে শিখুন। একটা বাচ্চার গোটা জীবনের দায়িত্ব আপনার। তার ভালো থাকা তার গড়ে ওঠা সবটাই আপনার দায়িত্ব। আর হ্যাঁ নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখলে ভালো বাসলে তাহলেই তো বাকিদের ভালো রাখতে পারবেন!

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version