Hair care tips: সিঁদুর পরায় সিঁথি চওড়া হচ্ছে, ঝরছে চুল! বাঁচবেন কীভাবে? কোন নিয়মে সিঁদুর পরবেন?

।। প্রথম কলকাতা ।।

Hair care tips: প্রতিদিন সিঁদুর ব্যবহারে সিঁথি পাতলা হয়ে যাচ্ছে! চুল উঠছে। বাড়ছে অ্যালার্জির সমস্যা। টাকও পড়তে পারে। এই সমস্যায় অনেকেই ভোগেন, কিন্তু তা বলে কি সিঁদুর পরা ছেড়ে দেবেন? এমনট হতে পারে না। তাহলে, ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া সিঁদুর থেকে বাঁচবেন কীভাবে? কোন উপায়ে সিঁদুর পরলে চুল ভালো থাকবে?

সিঁদুরের গভীরতা আছে ভারতীয় সংস্কৃতির মননে। লাল সিঁদুর শক্তির প্রতীক। হিন্দু শাস্ত্র বলছে, কপালে থাকেন স্বয়ং ব্রহ্মা। তাকে তুষ্ট করতে সিঁথি রাঙানো হয় সিঁদুরে। চুল পড়ার ভয়ে সিঁদুর পরা ছাড়া যাবে না। বদলাতে হবে সিঁদুর পরার নিয়ম। থাকতে হবে একটু সাবধানে। তাহলে দেখবেন এই সমস্যাটা আর কোন সমস্যাই নয়।

যুগ যুগ ধরে স্বামীর রক্ষার্থে বিবাহিত নারীরা নিজেদের সিঁথি সাজান সিঁদুর দিয়ে। কিন্তু সিঁদুরে থাকা কেমিক্যাল ত্বকের উপর বিরূপ প্রভাব ফেলে। সিঁদুরে দুই রকম ভাবে তৈরি হয়, প্রথমত গাছের বীজ থেকে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। আবার কোনোটা বা ফুলের পাপড়ি দিয়ে তৈরি। দ্বিতীয়ত হলুদের সঙ্গে মেশানো হয় নানান কেমিক্যাল। সিঁদুরে আকর্ষণীয় লাল রং দিতে বহু প্রস্তুতকারক সংস্থা ব্যবহার করে লেড। এই ক্ষতিকারক পদার্থ কোনভাবেই শরীরের সংস্পর্শে আসা উচিত নয়। প্রতি এক গ্রাম কসমেটিকসে কুড়ি মাইক্রোগ্রামের সিসা থাকলে তা ক্ষতিকারক। তাই কোন সিঁদুর কিনছেন তা ভীষণ ইম্পর্ট্যান্ট।

সিঁদুরে থাকা কেমিক্যালের কারণেই চুল ক্রমশ পাতলা হয়ে আসে। মাথার ত্বকে অ্যালার্জি হয়। তাহলে কি করবেন? যদি এই সমস্যায় ভুগতে থাকেন তাহলে কিছুদিন সিঁদুরের বদলে প্রাকৃতিক লাল রং ব্যবহার করুন কিংবা এমন সিঁদুর ব্যবহার করুন যা সম্পূর্ণ ভেষজ। এছাড়াও সিঁথি বদলে ফেলতে পারেন। ভালো একজন হেয়ার স্টাইলিস্টের কাছে চুল কাটুন। এমন ভাবে কাটতে হবে যাতে চওড়া সিঁথি ঢেকে যায়। চুল বাঁধুন আলগা করে। শক্ত করে বিনুনি বা খোঁপা বাঁধা এড়িয়ে চলুন। এমন ভাবে বাঁধবেন যাতে চুলে বাড়তি টান না পরে। সমস্যা বেশি হলে একবার স্ক্যাল্প পরীক্ষা করেন। নতুন কোন প্রোডাক্ট ট্রাই করার পর এমনটা হলে সেটি ব্যবহার বন্ধ করুন। আপনার চুল তেল সহ্য করতে পারলে, হট অয়েল মেসেজ করতে পারেন। ভেজা অবস্থায় চুল কখনোই আঁচড়াবেন না। যদি দেখেন সিঁথির কাছে খুব চুলকাচ্ছে, চুল পড়া বেড়ে গিয়েছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version