Sikkim Tourism: বিপর্যয় কাটিয়ে খুলে যাচ্ছে সিকিমের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল গুলি!

।। প্রথম কলকাতা ।।

Sikkim Tourism: পুজোর মুখেই দারুন সুখবর! বিপর্যয় কাটিয়ে খুলে যাচ্ছে সিকিমের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল গুলি! কাল থেকে খোলা হবে একাধিক জায়গা। দেখে নিন কোথায় কোথায় যেতে পারবেন। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক সিকিমে ঘুরতে যাওয়ার জন্য বুকিং করে রেখেছিলেন। কিন্তু আচমকা সিকিমে বিপর্যয়ে আতঙ্ক গোটা পর্যটন সার্কিটে। ছুটির মরশুম কাটানোর প্রস্তুতি যখন নিচ্ছিলেন পর্যটকরা, তখনই এই বিপদ। তিস্তার হড়পা বানে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। দীর্ঘ সময় বন্ধ ছিল বাংলা এবং সিকিমের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে সিকিম যাওয়ার জন্য আগে থেকেই টিকিট এবং হোটেল বুকিং করে রেখেছিলেন অনেকেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, আদৌ কি পুজোর সময় সিকিম যাওয়া সম্ভব হবে? নাকি বাতিল করতে হবে সব বুকিং?

আর এই দোলাচল এবং আশঙ্কার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল সিকিম প্রশাসন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে সিকিম। পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নাথু লা ও ছাঙ্গু লেক সহ আরও জায়গা। সিকিম পর্যটন দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। ১৭ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকেই নাথু লা ও ছাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে সিকিম সরকার।

পর্যটকরা চাইলে দক্ষিণ ও পশ্চিম সিকিমে ঘুরতে পারবেন বলে জানিয়ে দিল সিকিম সরকারের পর্যটন বিভাগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা সিকিমে যেতে ইচ্ছুক, তাঁরা পশ্চিম ও দক্ষিণ সিকিম ঘুরতে পারেন। পাহাড়ি রাজ্যের ওই দুটি জায়গা আপাতত সম্পূর্ণ বিপদমুক্ত। সরকারের এই বিজ্ঞপ্তিতে স্বস্তির নিশ্বাস ফেলেন কয়েকটি এলাকার পর্যটন ব্যবসায়ীরা। দক্ষিণ এবং পশ্চিম সিকিমে বেড়াতে যাওয়া অনেকাংশে এখন নিরাপদ। নামচি থেকে শুরু করে কালুক, রাবাংলা, রিনচেনপং, ছায়াতালের মতো পর্যটনকেন্দ্রগুলিতে যেতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও রংপো, জোরথাং, টেমি চা বাগানেও যাওয়া যাবে। প্রাকৃতিক বিপর্যয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সিকিম।

হোটেল ব্যবসায়ী ও স্থানীয় গাড়িচালক ও অন্যান্যরা কিছুটা হলেও স্বস্তিতে। সেইসঙ্গে স্বস্তি ফিরেছে পর্যটকদের একাংশেরও। হোটেল ব্যবসায়ীদের তরফে সরকারকে বলা হয়েছিল, পূর্ব ও উত্তর সিকিম বিপর্যয়ে বিধ্বস্ত। কিন্তু পশ্চিম ও দক্ষিণ সিকিমে কিছু হয়নি। তাই সরকারের কাছে তারা দাবি রেখেছিলেন, যাতে এখানে পর্যটকদের আসতে বারণ না করা হয়।সেই মতোই বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট কথা পূর্ব সিকিমের সমস্ত এলাকাই এখন ঘোরা যাবে। শুধু উত্তর সিকিম আপাতত খুলছে না।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version