Air India Flight: বিমানে মদ পরিবেশন করা উচিত নাকি উচিত নয়? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

 

Air India Flight: গত কয়েক সপ্তাহ ধরে এয়ার ইন্ডিয়া বিমানকে(Air India Flight) কেন্দ্র করে বিতর্কের পারদ উত্তরোত্তর বেড়েই চলেছে। বিমানে মদ(alcohol) পরিবেশন করা উচিত নাকি উচিত নয়, এই বিষয়টি নিয়ে একটি সার্ভে(survey) করা হয়েছে। যেখানে প্রায় ৪৮% বিমানযাত্রী আন্তর্জাতিক বিমানে( international flight) মদ পরিবেশনের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন। পাশাপাশি ৮৯% যাত্রী বিমানে অবাধ্য আচরণের কারণে যেসব ঝুঁকি তৈরি হয় সেই বিষয়ে নতুন সুরক্ষার দাবি করেছেন।

 

কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস (Community Social Media Platform LocalCircles) দ্বারা পরিচালিত সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৫০ শতাংশ উত্তর দাতা সমস্ত যাত্রীদের বাধ্যতামূলক ভাবে মদ্যপান অবস্থায় বিমানে না ওঠার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। যাদের মধ্যে ৩২% জানিয়েছেন, বিমানে যাত্রীরা মদ্যপান করবেন না। সেই বিষয়ে একটি ব্যক্তিগত অঙ্গীকার দেওয়া উচিত।

 

সমীক্ষা অনুযায়ী, ৪০% উত্তরদাতা দাবি করেছে, বোর্ডিং এজেন্ট বা কর্মীদের আগে থেকেই যাত্রীদের পরীক্ষা করে নিতে হবে। যদি কেউ মদ্যপান করে বিমানে ওঠার চেষ্টা করেন সেক্ষেত্রে যেন তার অনুমতি প্রত্যাখ্যান করা হয়। বহু বিমান যাত্রী এই ধরনের অবাধ্য আচরণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চান। বেশ কয়েকজন উত্তরদাতা স্পষ্টভাবে বলে দিয়েছেন, সমস্ত যাত্রীকে বাধ্যতামূলক ভাবে মদ্যপান অবস্থায় বিমানে ওঠার বিষয়ে একটি অঙ্গীকার পত্র জমা দিতে হবে।

 

২০২২ এ বেশ কয়েকবার এই প্রস্রাবের ঘটনা রীতিমত হট টপিকের মত উঠে আসে। ভারতে আসা আন্তর্জাতিক ফ্লাইটে সহযাত্রীদের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে। প্রশ্ন উঠেছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে। সমস্ত আন্তর্জাতিক বিমানের মদ পরিবেশন করা উচিত কিনা তা নিয়েও নানান বিতর্ক তৈরি হয়েছে। গত নভেম্বরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ৭০ বছর বয়সী বৃদ্ধার গায়ে মূত্র ত্যাগ করেন অপর এক সহযাত্রী। সেই ব্যক্তির নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। বয়স প্রায় ৪০ বছর। তিনি সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। সহযাত্রীর গায়ে মূত্র ত্যাগের পাশাপাশি তিনি অশালীন আচরণও করেছেন। ওই বৃদ্ধাকে অন্য কোনো সিট দেওয়া হয়নি। তার জামাকাপড় এবং জিনিসপত্র মূত্রে ভিজে গিয়েছিল। তাকে ওই অবস্থায় ওই সিটে বসে থাকতে হয়।

 

তথ্য অনুসন্ধানের জন্য ডিজিসিএ(DGCA) এয়ার ইন্ডিয়ার কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে। এয়ার লাইনের উত্তরের ভিত্তিতে প্রাথমিকভাবে উঠে আসে যে অন বোর্ডে একটি অবাধ্য যাত্রীকে পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিগুলি সেভাবে মানা হয়নি। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনটি পেশাদারহীন বলে মনে হয়েছে। ডিজিসিএ জবাবদিহি মূলক ব্যবস্থাপক, ফ্লাইট পরিষেবার পরিচালক, এয়ার ইন্ডিয়া এবং সেই ফ্লাইটের পাইলট আর কেবিন ক্রু সদস্যদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। পাশাপাশি জানিয়েছে, তাদের দায়িত্ব পালনে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

Exit mobile version