।।প্রথম কলকাতা।।
Make up:মেকআপ এমন একটা গেম চেঞ্জার যাতে কেল্লাফতে হতে পারে। ইন্টারনেটে(Internet) দৌলতে আজকাল আমরা অনেক ধরনের মেকআপ শিখতে পারি। কিন্তু বাস্তবে তা খুব কমই হয়। বছরের শেষে বড়দিন হল আদর্শ।
এই সময় সোয়েটার জ্যাকেট, লম্বা বুট, কোট ইত্যাদি পড়তে দেখা যায় প্রায় সকলকে। পোশাকের পাশাপাশি রূপ টান কিন্তু হতে হবে মানানসই। নিজেকে উৎসবের ভিড়ে ব্যাতিক্রম এবং আকর্ষণীয় করে তুলতে চাইলে বড়দিনে প্রসাধনী ব্যবহার করবেন কিভাবে রইল তার পরামর্শ।
মেকআপ(Make up )শুরু প্রথমেই মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লাগাতে হবে টোনার। মশ্চারাইজার না মেখে কখনও মেক আপ ব্যবহার করবেন না। ময়েশ্চারাইজার লাগিয়ে মেকআপের প্রথম ধাপ শুরু করুন। প্রথমেই প্রাইমার(Primer) লাগিয়ে নিন। এবার মেকাপের পরবর্তী ধাপ শুরু করতে হবে। ফেস প্রাইমার লাগালে মেকআপ অনেকক্ষণ থাকে।
প্রাইমার লাগানোর পরে আপনাকে বিবি ক্রিম লাগাতে হবে। বিবি ক্রিম বা সিসি ক্রিম আপনার মুখে সুন্দর টেক্সচার দেয়। প্রাইমার লাগানোর পরে অবশ্যই বিবি বা সিসি ক্রিম লাগান। ব্রাশ ব্লেন্ডার বা আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিন। মুখে যদি দাগ থাকে সেখানে অবশ্যই কনসিলার লাগান। চোখের চারপাশে ডার্ক সার্কেল থাকলে কনসিলার লাগান।
মেকাপের জন্য বেশি সময় দিতে না পারলে আইলাইনার, কাজল ব্যবহার করুন। অবশ্যই মাস্কারা ব্যবহার করুন। সামান্য গ্লিটার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন। লিপস্টিক(Lipstick) না লাগালে তো মেকআপ সম্পূর্ণ হবে না। ড্রেসের সঙ্গে মানানসই লিপস্টিক লাগান। যেকোনো ন্যুড শেডস ব্যবহার করতে পারেন ঠোঁটে। শেষে মেকআপ সেটিংস স্প্রে(Spray) লাগিয়ে নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম