Amit Shah In West Bengal: বঙ্গ সফরে শাহের হাইভোল্টেজ সূচি, চব্বিশের নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন বাংলার বিজেপি নেতৃত্বের!

।। প্রথম কলকাতা ।।

Amit Shah In West Bengal: বছর শেষ হওয়ার আগেই বঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার মধ্যরাতে কলকাতায় পা রাখলেন অমিত শাহ ও জেপি নাড্ডা। বিমানবন্দরে শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের হোটেলে পৌঁছন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ সেখানেই রাত্রিবাস করেন দুজনে। এবার কোন পথে লড়াই হবে সেটা রাজ্য নেতাদের সঙ্গে আলোচনায় নির্দেশ দিতে পারেন শাহ। বঙ্গে মোদী-শাহ এর আসার যে হাওয়া সেই আশা কতটা কাজে দেবে সেটা সময়ের অপেক্ষা। তবে তৃণমূল নেতা কর্মীদের কথায়, অমিত শাহ-নরেন্দ্র মোদিরা একুশের ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন । তার পরও তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়,তাঁরা সংযোজন করে এও বলতে শোনা যায়, এঁরা যতবার আসবেন, ততবার বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে- নো ভোট টু বিজেপি।’

উল্লেখ্য, সম্প্রতি হয়ে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে বিজেপি বড় সাফল্য পায়। এর পরেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এর পরে বঙ্গে পা রাখলেন শাহ। শাহের এই উপস্থিতি বঙ্গ রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপি সূত্রে খবর মিলেছে, আজ কলকাতায় একের পর এক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জে পি নাড্ডার। তাঁরা সকালের প্রথমে বড়বাজারের একটি গুরুদ্বারে যাবেন। সেখান থেকে সোজা কালীঘাট মন্দিরে। তারপর হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন দুই নেতা। সেখানে বৈঠক করে এদিনই দিল্লিতে ফেরার কথা তাঁদের। প্রসঙ্গত, সাংগঠনিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন শাহ। সবমিলিয়ে বড়দিনে অমিত শাহের বঙ্গ সফরের হাইভোল্টেজ সূচির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version