।। প্রথম কলকাতা ।।
Mahua Moitra Expelled: লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার পর লোকসভা থেকে বহিষ্কার করা হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। শুক্রবারেই চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলমহুয়ার সাংসদ পদ থাকছে না খারিজ হচ্ছে। স্পিকার ওম বিড়লা বলেন, সংসদের মর্যাদারক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। গণতন্ত্রে কখনও এমন সিদ্ধান্ত নিতে হয়, যা দুর্ভাগ্যজনক। সংসদের মর্যাদার সঙ্গে কোনওভাবেই আপোস নয়। এদিন লোকসভার অধিবেশন বসার পর হট্টগোলের জেরে বার বার মুলতুবি হয়ে যায়। প্রথমে অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়। তারপর এথিক্স কমিটির রিপোর্ট অধিবেশন বসতেই লোকসভায় পেশ করা হয়। এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর রিপোর্ট পেশ করেন। তারপরই ফের ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। সব মিলিয়ে মহুয়া ইস্যুতে সংসদে তুমুল বাকবিতণ্ডা চলে। এরপরই স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে সংসদ থেকে ‘এক্সপেল’ বা বহিষ্কার করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে লোকসভায় আলোচনা যে আলোচনা চলছে। এই আলোচনার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের (পড়ুন তৃণমূল কংগ্রেস) সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। মহুয়া মৈত্রের কথা বলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু স্পিকারের যুক্তি আগেই নিজের বক্তব্য জানিয়েছেন মহুয়া তাই তাকে তার সুযোগ দেওয়া মানায় না।
উল্লেখ্য বিষয়, বিতর্কের শুরু হয় গত ১৫ অক্টোবর। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ এনেছিলেন। লোকসভার স্পিকার মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখতে এথিক্স কমিটিকে দায়িত্ব দেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম