Supreme Court: খেলার মাঠ ছাড়া স্কুল হতে পারে না, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

।। প্রথম কলকাতা ।।

Supreme Court: খেলার মাঠ (Playground) ছাড়া কি আদৌ কোন স্কুল হতে পারে? কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিশুদের (children) মন ভালো করা এক পরিবেশের বিষয়। স্কুলে অধ্যায়নরত শিশুরা ভালো পরিবেশের অধিকারী। তাই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানাল, খেলার মাঠ ছাড়া একটি স্কুল সম্পূর্ণ হতে পারে না। হরিয়ানার (Haryana) যমুনানগরে একটি স্কুলের খেলার মাঠের জন্য সংরক্ষিত জমির দখল নিয়ে সুপ্রিম কোর্ট কড়া মন্তব্য করেছে। পাশাপাশি আদালত জমি খালি করে স্কুলের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।

‘জাগরণ'( হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় আদালত জানিয়েছে যদি অবৈধ দখলকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করে তা স্কুলের কাছে হস্তান্তর না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই দখল অপসারণ করা প্রয়োজন। প্রথমে বিষয়টি হাইকোর্টে গিয়েছিল। পরবর্তীকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মামলার জলগড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাজ্য সরকার এবং অন্যদের দায়ের করা পিটিশনে ৩ মার্চ বিচারপতি এমআর শাহ এবং বিভি নাগরত্নের একটি বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়।

এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত জানায়, স্কুল এবং স্কুলের খেলার মাঠের জন্য সংরক্ষিত জমি বেআইনি দখলের পরিপ্রেক্ষিতে সেই জমি নিয়মিত ব্যবহার করার কোন আদেশ দেওয়া যাবে না। কারণ খেলার মাঠ ছাড়া কোন বিদ্যালয় হতে পারে না। ওই বিদ্যালয়ে অধ্যায়নরত প্রত্যেক শিক্ষার্থী ভালো পরিবেশের অধিকারী। পাশাপাশি হাইকোর্টে সিদ্ধান্তকে ভুল বলেছে শীর্ষ আদালত।

হাইকোর্ট ভগবানপুর গ্রামের স্কুলের জমির দখল নিয়মিত করার অনুমতি দিয়েছিল। পাশাপাশি বাজারদর অনুযায়ী জমির টাকা নেওয়া এবং বিদ্যালয়ের খেলার মাঠের জন্য বিকল্প জমি দেওয়ার কথাও বলে। দখলদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দিলেও সুপ্রিম কোর্ট তার রায়ে বলে, হাইকোর্টের আদেশ ভুল। ওই জায়গার মানচিত্র ও স্কেচে দেখা গিয়েছে হাইকোর্টের নির্দেশনা এক্ষেত্রে প্রযোজ্য ছিল না। জমিটি ছিল গ্রাম পঞ্চায়েতের। যা স্কুলের জন্য রাখাছিল। ওই স্কুলে কোন খেলার মাঠ নেই। উপরন্তু বিদ্যালয়টি ঘিরে রয়েছে অবৈধ দখলদারদের নির্মাণ। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, একটি স্কুলের জন্য খেলার মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Exit mobile version