।। প্রথম কলকাতা ।।
Hair Straightening: পুজোর আর এক মাসও বাকি নেই। আপনার কি হেয়ার স্মুদনিং করানো হয়ে গিয়েছে? তা না হয়ে থাকলে চুলের টেক্সচার উন্নত করবেন কিভাবে !ভাবছেন হেয়ার স্মুদনিং করাতে পার্লারে যাওয়া মানেই তো বেশ কয়েক হাজার টাকা খরচ। পার্লারে না গিয়ে ঘরে নিজে নিজেই কি তা করা যায়? অবশ্যই। ঘরে বসেই তা করতে পারবেন। তাতে বেশ কয়েক হাজার টাকা ও সময় দুইই বাঁচবে। কিভাবে করবেন তা জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
হেয়ার স্মুদনিং করানোর জন্য এখন থেকেই পার্লরে ভিড় করছেন অনেকেই। গত কয়েক বছরে এই ধরনের হেয়ার ট্রিটমেন্ট বিউটি ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয়তা পয়েছে। পুজোর আগে অধিকাংশ স্যালঁ হেয়ার স্মুদনিংয়ের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। তাই তো এই সুযোগ কেউ হাত ছাড়া করতে চান না। হেয়ার স্মুদনিং করালে চুলের টেক্সচার উন্নত হয় ঠিকই, কিন্তু এটি যথেষ্ট ব্যয়বহুল। খরচ হয়ে যেতে পারে প্রায় ৭-৮ হাজার টাকা। তবে বাড়িতেই নামমাত্র খরচে খুব সহজে হেয়ার স্মুদনিং করে ফেলা যায়। তাই ঝটপট ঘরোয়া হেয়ার স্মুদনিং-এর পদ্ধতি শিখে নিন। হেয়ার স্মুদনিং হল এক ধরনের হেয়ার ট্রিটমেন্ট। একটি বিশেষ রাসায়নিক পদ্ধতিতে চুলের টেক্সটার উন্নত করা হয়।ব্যবহার করা হয় ফর্মালডিহাইড সলিউশন। এই হেয়ার ট্রিটমেন্ট চুলের জন্যে উপকারী।
হেয়ার স্মুদনিং শুরু করার আগে শ্যাম্পু করে নিন। হাতে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগিয়ে চুল মুছে ব্লো ড্রাই করে নিন। চুলে শ্যাম্পু করার পরেই স্মুদনিং ক্রিম ব্যবহার করতে হবে আপনাকে। আপনি বাজারচলতি যে কোনও স্মুদনিং ক্রিম কিনতে পারেন।প্রথমে চুলের এক একটি ভাগ করে নিন। পাত্রে পরিমাণ মতো স্মুদনিং ক্রিম নিন। সেটি আপনার চুলে লাগান।তিরিশ মিনিট অপেক্ষা করুন। তবে প্রতি ১০ মিনিট অন্তর চুল আঁচড়াতে ভুলবেন না। চুল ধোয়ার পরে আবার ব্লো ড্রাই করুন। তারপর একটি রিপেয়ারিং হেয়ার মাস্ক লাগান। রুক্ষ এবং শুষ্ক চুলকে রিপেয়ার করার জন্যে এই হেয়ার মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রেও আপনি বাজারচলতি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
এটি লাগানোর পরে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পরে শুকনো করে মুছে নিন।তারপর ব্লো ড্রাই করুন। শেষে একটি স্ট্রেট আয়রন ব্যবহার করে চুল স্ট্রেট করে নিন। ব্যাস! আপনার হেয়ার স্মুদনিং ট্রিটমেন্ট সম্পূর্ণ। এই ট্রিটমেন্ট করানোর পরে ৭২ ঘণ্টা চুলে শ্যাম্পু বা অন্য কোনও হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। তিন দিন পর শ্যাম্পু করতেই পারেন। মনে রাখবেন, স্মুদনিং করানোর প চুলের সঠিক যত্ন নেওয়া জরুরি। নাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়বে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম