স্যামসাং এর দুটি অ্যাপ ভীষণ ক্ষতিকর ? চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, দাবি গুগুলের

।। প্রথম কলকাতা ।।

আপনি কি স্যামসাং এর স্মার্ট ফোন ইউজ করেন? সাবধান হন এখনই! স্যামসাং এর দুটি অ্যাপ ইউজারদের জন্য ভীষণ ক্ষতিকর! চুরি করতে পারে আপনার সব ব্যক্তিগত তথ্য। এমনটাই দাবি গুগুলের। কেন এমন কথা জানালো গুগুল? আপনার ফোনেও নেই তো এই অ্যাপ? কি করবেন? গুগল ক্ষতিকারক অ্যাপগুলি সরানোর জন্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কিন্তু, সম্প্রতি এই জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি ফোনের মাধ্যমে ইউজারদের উপর গুপ্তচরবৃত্তি করার অভিযোগ এনে ক্ষতিকারক হিসাবে বেশ কয়েকটি সাধারণ অ্যাপকে সনাক্ত করেছে।

গুগুলের প্লে প্রোটেক্ট ফিচার রয়েছে যা সম্ভাব্য বিপজ্জনক অ্যাপ সম্পর্কে সতর্ক করে। অ্যান্ড্রয়েড ইউজাররা যে অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করছেন তা সুরক্ষিত কিনা সেই বিষয়টি দেখে গুগল প্লে প্রোটেক্ট। কোনও অ্যাপ ক্ষতিকর বা ভাইরাসযুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিন্হিত করে সংস্থা। সাম্প্রতিক 9to5Google এর প্রতিবেদন অনুসারে, কোম্পানি দুটি স্যামসাং অ্যাপকে ক্ষতিকারক হিসাবে চিহ্নিত করেছে। নতুন ফোন কিনলে সেই ব্র্যান্ডের কিছু ইন-বিল্ট অ্যাপ থাকে। স্যামসাংয়ের ফোনেও রয়েছে এমন বেশ কিছু অ্যাপ্লিকেশন। অধিকাংশ মানুষ তা এড়িয়ে চললেও আপনার অজান্তে ব্যক্তিগত তথ্য চুরি করছে অ্যাপগুলো।সম্প্রতি স্যামসাংয়ের ফোনে দুটি অ্যাপকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গুগল।

এই ক্ষতিকর অ্যাপগুলি হল Samsung Wallet এবং Samsung Messages, যেগুলিকে Play Protect স্ক্যান করার পরে ব্যবহারকারীদের জানানো হয়েছিল, এটি তাঁদের ডিভাইসের জন্য বিপজ্জনক হতে পারে৷ অ্যাপগুলি স্ক্যান করার পর ব্যবহারকারীদের দেখানো হয়েছে, এই অ্যাপ ইউজারদের ব্যক্তিগত তথ্য যেমন, মেসেজ ফটো অডিও ফাইল এমনকি কল হিস্ট্রির উপর ওপর গোপনে নজর রাখে। এবং সমস্ত কিছু তথ্য চুরি করে। অ্যাপগুলি গুগল প্লে স্টোরের নিয়মগুলির গুরুতর ভাবে লঙ্ঘন। এর ফলে প্লে স্টোর এই দুটি অ্যাপকে ক্ষতিকারক বলে অভিহিত করেছে।

অন্য দিকে, স্যামসাং ওয়ালেট এবং টেক্সট লক্ষ লক্ষ ইউজার ব্যবহার করে, তা স্যামসাং ফোনেই উপলব্ধ৷ সুতরাং, যতক্ষণ না গুগল এই অ্যাপগুলির একটি জাল সংস্করণ খুঁজে পায়, সতর্কতাটি একটি স্পষ্ট ভুল বলেই মনে হয়। এর ফলে গুগল কোম্পানি প্রশ্নের মুখে, কেন এই অ্যাপগুলি ডিভাইসের জন্য ক্ষতিকারক হিসাবে চিহ্নিত করা হয়েছে গুগুলের তরফ থেকে? প্রতিবেদনে এও জানানো হয়েছে যে, একটি সার্ভার সমস্যার জন্য বিষয়টি অভিহিত করা হয়েছিল। তবে উভয় সংস্থায় কথোপকথনের মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধান করে নিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version