মাত্র ৩৩০ টাকা EMI-এ বাড়ি আনুন Samsung Galaxy F04! সস্তায় মনের মতো ফিচার্স

Samsung Galaxy F04: নতুন বছরে ভারতে গ্যালাক্সি এফ সিরিজের নয়া স্মার্টফোন নিয়ে হাজির স্যামসাং। ভারতে গতকাল লঞ্চ হল Samsung Galaxy F04 স্মার্টফোন।

মাত্র ৩৩০ টাকা EMI-এ বাড়ি আনুন Samsung Galaxy F04! সস্তায় মনের মতো ফিচার্স

।। প্রথম কলকাতা ।।

নতুন স্মার্টফোন Galaxy F04 এর সাথে ভারতে নতুন বছরকে স্বাগত জানালো Samsung। কম বাজেটে টেকসই ও ভরপুর ফিচার্সের স্বাদ দিতে এই নতুন স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থা। বাজারে Samsung এর হাই-এন্ড স্মার্টফোন থাকলেও এন্ট্রি-লেভেল স্মার্টফোনেও জনপ্রিয়তা কম নয় গ্রাহকদের মধ্যে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এ আগামী ১২ জানুয়ারি দুপুর ১২ টা থেকে বিক্রিবাট্টা শুরু হবে স্মার্টফোনটির। এটি কেনা যাবে দুটি রঙে জেড পার্পেল এবং ওপাল গ্রিন।

Samsung Galaxy F04 স্মার্টফোনের দাম কত?

Samsung Galaxy F04 স্মার্টফোনের দাম হল ৭,৪৯৯ টাকা। তবে এই দাম সীমিত সময়ের জন্য সক্রিয় থাকবে। এই অফার শেষ হয়ে গেলে স্মার্টফোনটির দাম বেড়ে হবে ৯,৪৯৯ টাকা। Flipkart এ এই স্মার্টফোনের ইএমআই শুরু ৩৩০ টাকা থেকে। উল্লেখ্য, যারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড মারফত পারচেজ করবেন তারা ফ্ল্যাট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। সেল শুরু প্রথম দিনে পারচেজ করলেও নির্দিষ্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

 

আরো পড়ুন: OnePlus-র 16টি ফোনে চালু Jio ও Airtel 5G, একনজরে সম্পূর্ণ তালিকা

 

Samsung Galaxy F04 স্মার্টফোনের স্পেসিফিকেশন

দাম বাজেটের মধ্যে থাকলেও ফোনের স্পেসিফিকেশন কতটা মজবুত তা পরখ করে নেয়া জরুরি। সর্বপ্রথম ডিসপ্লে দিয়ে যদি শুরু করি, তাহলে এটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে এবং ৭২০*১৫৬০ পিক্সেল রেজোলিউশন। ওয়াটার ড্রপ নচ স্টাইল এবং পাতলা বেজেল। স্ক্রলিং ও মাল্টি টাস্কিংয়ের জন্য Octa core Mediatek Helio P35 প্রসেসর রয়েছে। যা ৪ জিবি পর্যন্ত RAM সাপোর্ট করে এবং এর সাথে ভার্চুয়াল RAM এর সুবিধাও অন্তর্ভুক্ত।

ইন্টারনাল স্টোরেজ মিলবে ৬৪ জিবি যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। এই স্মার্টফোনের সফটওয়্যার রয়েছে Android ১২ অপারেটিং সিস্টেম সাথে Samsung এর One UI লেয়ার। ক্যামেরা বিভাগে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। সাথে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। চার্জিংয়ের ক্ষেত্রে অন্যান্য স্মার্টফোনের মতোই ৫,০০০mAh ব্যাটারি এবং ১৫ বাট ফাস্ট চার্জিং সাপোর্ট বিদ্যমান।

এটিতে কানেক্টিভিটির জন্য মজুত রয়েছে ৪জি নেটওয়ার্ক, ওয়াইফাই ৮০২.১১ ব্লুটুথ ভার্সন ৫, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট ও নিরাপত্তার জন্য ফেস আনলক ফিচার।

Exit mobile version