Sharad Jadav: ৭৫ বছরে চলে গেলেন আরজেডি নেতা শরদ যাদব, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

।। প্রথম কলকাতা ।।

Sharad Jadav: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোক প্রকাশ করেছেন।

‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল রাতে অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসায় কোনও সাড়া দেন নি RJD নেতা। এর পর গুরুগ্রামের ওই হাসপাতালে রাত ১০.১৯ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) লেখেন, ‘শরদজির প্রয়াণে গভীরভাবে ব্যথিত আমি। দীর্ঘ জনজীবনে তিনি নিজেকে সাংসদ এবং মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মধ্যেকার কথোপকথন সবসময় আমার মনে থাকবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি’।

বৃহস্পতিবার রাতে বাবার মৃত্যুর খবর দেন কন্যা সুভাষিণী যাদব (Sharad Jadav)। বিগত বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা। রাজনৈতিক জীবনে একাধিকবার দল বদল করেছেন তিনি। কিন্তু নিজের নীতি ও আদর্শের সঙ্গে কখনোই আপস করেননি শরদ যাদব। ছাত্রজীবন থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ইন্দিরা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। লালু প্রসাদ যাদব এবং নীতীশ কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। পরবর্তীতে যদিও লালুর সঙ্গে মতবিরোধ হলে, তাঁর সঙ্গ ছেড়ে দেন। এক সময় নিজের আলাদা রাজনৈতিক দলও তৈরি করেছিলেন। বিজেপির (BJP) সঙ্গে নীতীশ কুমারের (Nitish Kumar) ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বলে, জেডিইউ ছেড়ে আরজেডিতে যোগ দিয়েছিলেন। আমৃত্যু এই দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মোট ১০ বার সাংসদ নির্বাচিত হয়েছেন শরদ যাদব। এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, ‘একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ এবং অত্যন্ত সম্মানিত সহকর্মী। তিনি এবং তাঁর কাজ সকলের মধ্যে বেঁচে থাকবে। শরদ যাদবের মৃত্যুর খবরে আমি ভারাক্রান্ত’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version