Goutam Adani: ধনী তালিকায় ওলটপালট! কোটিপতিদের তালিকায় প্রথম ২০তে গৌতম আদানি

।। প্রথম কলকাতা ।।

Goutam Adani: ঘুরে দাড়াচ্ছে আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ফের বাড়তে শুরু করেছে। অর্থাৎ ধনী তালিকায় ফের বড়সড় বদল। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি আরো একবার বিশ্বের ধন কুবেরদের তালিকায় প্রথম কুড়ির মধ্যে নিজের উপস্থিতি বজায় রাখলেন। কয়েক বছর আগে পর্যন্ত ভারতের বাইরের মানুষ তাঁর নাম জানতো না। বছর সাত আট আগে ভারতের মানুষ আম্বানিদের নিয়ে বেশি আলোচনা করতেন। আদানিদের ততটা গুরুত্ব দেওয়া হতো না। গৌতম আদানি তো কলেজের পড়া পর্যন্ত সম্পন্ন করেননি। প্রথমে হীরের ব্যবসা করতেন, তারপর কয়লা। ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫ জনের বাইরে চলে গিয়েছিলেন শিল্পপতি গৌতম আদানী।

সম্পত্তির খতিয়ানে এক প্রকার তাঁকে পেছনে ফেলেছেন মুকেশ আম্বানি। ছিটকে গিয়েছিলেন বিশ্বের ধনকুবেরদের সেরা কুড়ির তালিকা থেকেও। মাঝে কিছুদিন এতদিন তিনি ছিলেন ২২ নম্বরে এই সম্পত্তি বৃদ্ধির ফলে তিনি একবারে ধনি তালিকায় কুড়ি নম্বরের মধ্যে কাম ব্যাক করেছেন। জুলিয়া ফেলেশার কোচ এন্ড ফ্যামিলি, চীনের ঝঙ সানসান এবং আমেরিকার চার্লস কোচ কে পেছনে ফেলে দিয়েছে আদানি। শেয়ারবাজারে লিস্টেড গৌতম আদানের ১০ টি শেয়ারে ব্যাপক বৃদ্ধি দেখা যায় হঠাৎ করে। যার কারণে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপে এক লাখ কোটি টাকার রেকর্ড বৃদ্ধির হয়। সব মিলিয়ে তাদের বাজার মূলধন বেড়েছে এক লাখ টাকারও বেশি।

আর এর জেরেই গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়েছে দৈনিক ৬.৫বিলিয়ন মার্কিন ডলার।ভারতীয় মুদ্রায় যা পঞ্চাশ হাজার কোটি টাকা। গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৬৫০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৫৪ হাজার ১৫৬ কোটি টাকা। এর জেরে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম ২০তে এলেন আদানি। সম্পত্তির পরিমাণ বেড়ে আদানি কোটিপতিদের তালিকায় এগিয়ে এলেও গত বছরের এই সময়ের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ এখনও কম রয়েছে। হিনডেন বার্গ এর রিপোর্ট সামনে আসতেই আদানির শেয়ার দর কমতে শুরু করেছিল। এর জেরে গৌতাম আদানির সম্পত্তির পরিমাণ কমে ছিল। কিন্তু আমেরিকার শর্ট সেলিং সংস্থার রিপোর্টের ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করে আদানি গোষ্ঠী। বাড়তে থাকে শেয়ার দর।

গৌতম আদানি যেখানে ধ্বনিতালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছে সেখানে মুকেশ আম্বানি ধনি তালিকায় রয়েছেন ১৩ নম্বর স্থানে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আম্বানি রয়েছেন ১৩ নম্বর স্থানে। তাদের মোট সম্পত্তির পরিমাণ ৮৯৫০কোটি ডলার। ২০২৩সালেই বৃদ্ধি পেয়েছে ২৩৪কোটি টাকা। মুকেশ আমবানি ভারতের সর্বোচ্চ ধনীতম ব্যক্তি। অর্থাৎ বিশ্বের ধনী তালিকায় প্রথম দশের মধ্যে ভারতের কোনো ধনকুবের নেই। অন্যদিকে আদানির মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ৮৯.৫ বিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় হয় ৭.৪৫ লাখ কোটি টাকা বিভিন্ন সংবাদ সুত্রে এমনটাই জানা গিয়েছে। ধন কুবের হিসেবে আদানি রয়েছেন এখন ১৯ তম স্থানে। তাঁর থেকে এখন অনেকটাই এগিয়ে রয়েছেন মুকেশ আম্বানি। আম্বানি এগিয়ে থাকলেও হঠাৎ করে আদানির সম্পত্তির লাফিয়ে বারা চমকে দিয়েছে সংশ্লিষ্ট মহল কে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version