S. Jaishankar: ‘২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা’, সন্ত্রাস দমনে কড়া বার্তা জয়শঙ্করের

।। প্রথম কলকাতা।।

S. Jaishankar: আজ সেই দিন, যা সমগ্র দেশবাসীকে হিলিয়ে রেখে দিয়েছিল। আজকের দিনেই মুম্বইতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। প্রাণ হারিয়েছেন ১৬৬ জন সাধারণ মানুষ, ১৮ জন নিরাপত্তা কর্মী। আহত হন ৩০০ জনেরও বেশি মানুষ। স্বাধীন ভারতে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। নিরাপত্তায় ছোট্ট ফাঁক দেখতে পেয়েই দ্রুতগামী নৌকায় চেপে মায়ানগরীতে ঢুকে পড়েছিল লস্কর জঙ্গি আজমল কাসভ ও তার দলবল। তারপর বাকিটা ইতিহাস। শনিবার মুম্বই হামলার বর্ষপূর্তিতে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বিদেশমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জয়শঙ্কর জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় হুমকি। আজ ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারত সহ সমগ্র বিশ্ব। কিন্তু যারা এই হামলার পরিকল্পনা ও পর্যবেক্ষণ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে’।

সাল ২০০৮, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করের ১০ জন জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তারপর থেকেই দোষীদের সাজার জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে নয়া দিল্লি। তবে বারবার জেহাদি হাফিজ সইদ ও সাজিদ মীরকে আড়াল করতে চেয়েছে সে দেশ। অবশেষে চাপের মুখে মীরকে গ্রেফতার করে পাক প্রশাসন। খবর এমনটাই। একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করে জয়শঙ্কর জানিয়েছেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী প্রতিটি হামলার নিন্দা জানাই আমরা এবং নিহতদের প্রতি আমার সমবেদনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে সন্ত্রাসবাদকে বিচারের আয়ত্তে আনার জন্য কাজ করতে হবে আমাদের।

এমনকি মুম্বই হামলায় নিহতদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তাঁর কথায়, ‘২৬/১১ বার্ষিকীতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা তাঁদের প্রিয়জন ও পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। আর সেই সকল নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা কর্তব্যের তাগিদে সাহসিকতার সঙ্গে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন’। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বলেছেন, ‘আমাদের সাহসী নিরাপত্তা কর্মী যাঁরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের আমি আমার অন্তরের থেকে শ্রদ্ধা নিবেদন করছি’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version