Changing Jobs Frequently: বারবার বদলাচ্ছেন নিজের চাকরি! এর ভালো-মন্দ দিকগুলিও জেনে নিন একটু

।। প্রথম কলকাতা ।।

Changing Jobs Frequently: আপনি এমন একটি জায়গায় কাজ করছেন যেখানে ন’টা থেকে পাঁচটার এই সময়সীমা খুব একটা ভালো লাগছে না। রোজ সেই একঘেঁয়ে অফিসের কাজে মন বসানো কঠিন হয়ে যাচ্ছে। নিজেকে পরখ করার মত সুযোগ নেই, নতুন কোন চ্যালেঞ্জ নেই, ধরা বাধা গতিতে কাজ এগোচ্ছে। যার কারণে নিজের দক্ষতা বাড়ানোর জায়গাও খুব একটা পাচ্ছেন না। এতকিছুর পরে বেতনের কথা ভেবে যদিও বা টিকে থাকতেন কিন্তু সে ক্ষেত্রে বেতনটাও তেমন আকর্ষণীয় নয়। এমন পরিস্থিতিতে অবশ্যই চাকরি বদলানোর কথা ভাববেন ! এই ভাবনা মাথায় আসা একেবারেই ভুল কিছু নয় । অবশ্যই মন থেকে যেখানে কাজ করতে ভালো লাগবে না সেটা ছেড়ে দেওয়াই ভালো। এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না।

আপনার বর্তমান কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর জায়গা না পেয়ে এবং মন মতো পারিশ্রমিক না পেয়ে নতুন কোন কাজ খোঁজা বরং বুদ্ধিমানের কাজ। তবে এইভাবে একের পর এক চাকরি ছাড়তে থাকলে সেটা আপনার জন্য একসময় অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। একদিকে যেমন এর সুবিধা রয়েছে , আপনি নিজের মন মতো চাকরি খুঁজে সেখানে কাজ শুরু করতে পারবেন তেমনি রয়েছে একাধিক অসুবিধা। বারবার চাকরি পাল্টানো আপনার ক্ষেত্রে আশীর্বাদ নাকি অভিশাপ হিসেবে কাজ করবে ? আজকের প্রতিবেদনে জেনে নিন সেই সম্পর্কিত কিছু কথা।

১. ধরুন, আপনি ইতিমধ্যে চার-পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোনটিতেই একটানা খুব বেশি দিন থাকেন নি। নতুন যখন কোন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে নিয়ে সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা দ্বিধায় পড়তে পারেন। তার কেন্দ্রবিন্দু হবে আপনার স্বল্প মেয়াদী কর্মজীবনের তালিকা। যেটা স্বাভাবিকভাবেই আপনার ক্যারিয়ারে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২. অফিস মানে কাজের জায়গা। কিন্তু সেখানে দিনের অনেকটা সময় কাটাতে গেলে অফিসের মানুষগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরী। একটা অফিসে সবার সাথে না হলেও কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে গেলে বেশ খানিকটা সময় লেগে যায়। সে ক্ষেত্রে কয়েক মাস কাজ করার পর ছেড়ে দিয়ে আবার অন্য কোন অফিসে যোগদান করলেন। এতে না-ই আপনার পুরনো অফিসের সহকর্মীদের সাথে ভালো যোগাযোগ থাকবে, না এই নতুন অফিসের সহকর্মীদের সাথে সেই ভাবে মন খুলে কথা বলতে পারবেন আপনি। ব্যাপারটা নিজের কাছেই বড্ড জটিল হয়ে যাবে নাকি ?

৩. অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি ক্রাইসিস পিরিয়ডের মধ্যে চলে । সেই সময় চাকরিতে যারা নতুন থাকেন তাদেরকেই কিন্তু ছাঁটাই করা হয়। সেই তালিকায় আপনার নাম উঠে আসতে পারে। তাই আপনি চাকরি ছাড়ার আগে চাকরি যে আপনাকে ছেড়ে দেবে না এমন কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না।

একটা মোক্ষম সত্য কথা হল কর্মক্ষেত্র কখনই আপনার জন্য আরামদায়ক এবং সুখকর হবে না। কিন্তু তারপরেও আপনাকে সেটা আনন্দের সাথে গ্রহণ করতে হবে। চাকরি হঠাৎ করে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই ১০ বার চিন্তা ভাবনা করুন । নিজে কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে বাড়ির বড়দের কাছ থেকে কিংবা বন্ধুদের পরামর্শ নিতে পারেন। রক্তমাংসে গড়া মানুষের শরীর-মন । কখনও কখনও নিজের কাজের প্রতি বিতৃষ্ণা আসতেই পারে। তখন কিছুদিনের ছুটি নিয়ে নিন। বেরিয়ে আসুন পছন্দের জায়গায়, দেখবেন তারপর কাজটাও হঠাৎ করে ভালো লাগতে শুরু করবে।

কিন্তু কোন অফিসেই মন বসছে না, কাজ করতে ভালো লাগছে না, একবার এই অফিস তো একবার সেই অফিস এইভাবে ছুটে বেড়ালে এমপ্লয়ি হিসেবে আপনার ভালো ইমেজ তৈরি হবে না কোথাও। সে ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে আদৌ চাকরি জীবন আপনার জন্য তো ? অর্থাৎ চাকরির মাধ্যমে আপনি নিজের জীবন অতিবাহিত করতে চান নাকি নিজের স্বতন্ত্র কাজের মাধ্যমে কিছু উপার্জন করতে চান ? সময় নিয়ে এই বিষয়গুলি ভেবে দেখবেন অবশ্যই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version