কেরালা স্টোরির পুনরাবৃত্তি! আইএসআই এর সহজ টার্গেট হলেন ভারতের অঞ্জু? কী ঘটল পাকিস্তানে

।। প্রথম কলকাতা ।।

আইএসআই এর নতুন শিকার ভারতের অঞ্জু। কেরালা স্টোরির পুনরাবৃত্তি। ফেসবুক ফ্রেন্ড নাসরুল্লাকে বিয়ে করে অঞ্জুর ধর্ম পরিবর্তন কীসের ইঙ্গিত? অঞ্জু ফিরে আসবেন ভারতে কেন মিথ্যে বলা হয়েছিল? পাকিস্তানের এই গ্রামে আইএসআইয়ের কড়া পাহারা, কী ঘটে গেল! ভারতের অঞ্জু এখন পাকিস্তানের ফাতিমা। যদিও পাকিস্তানের নাগরিকত্ব এখনও পাননি তিনি। সীমান্তবর্তী এলাকার মহিলারাই ধরে ধরে টার্গেট। ২০১৯ থেকে কোন টোপ দেওয়া হচ্ছিল রাজস্থানের আলোয়ারের অঞ্জুকে? পাকিস্তানের ইন্টালিজেন্সের এটা নতুন খেলা নয়ত। বর্তমানে পাকিস্তানের যে গ্রামে রয়েছেন অঞ্জু সেখানে আইএসআই রীতিমত পাহারা দিচ্ছে বলে খবর কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না অঞ্জুর সঙ্গে।

একগুচ্ছ মিথ্যে কথা, এক গুচ্ছ মিথ্যে তথ্য৷ মঙ্গলবার বিকেলের খবর রীতিমত চমকে দেয় ভারতকে৷ কেন অঞ্জু ও তার প্রেমিক বর্তমান স্বামী নাসরুল্লার তরফ থেকে ভারতীয় মিডিয়াকে জানানো হল তাদের মধ্যে কোনও সম্পর্কই নেই। এক ফেসবুক ফ্রেন্ডের টানেই ভারত থেকে পাকিস্তানে দুই সন্তানের মা অঞ্জু? যা দেখানো হচ্ছে সেটা সত্যি নাও হতে পারে এমনটা দাবি করছেন অনেকেই সীমা হায়দারের ঘটনার আবহেই কেন অঞ্জু কেন পাকিস্তানে? বিশ্লেষকেরা বলছেনয়মনে রাখতে হবে অঞ্জু রাজস্থানে থাকতেন আর রাজস্থান সীমান্তবর্তী এলাকা পাকিস্তান যাওয়ার জন্য এত সহজেই ভিসা কীভাবে পেলেন অঞ্জু? অঞ্জুর বয়ান অনুযায়ী ইন খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লার সঙ্গে ২০১৯ থেকে বন্ধুত্ব অঞ্জুর। নিজের স্বামী অরবিন্দর সঙ্গে সম্পর্ক ভালো নয়, অঞ্জু ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন নাসরুল্লার সঙ্গে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। নাসরুল্লা বর্তমানে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ হিসেবে কাজ করেন নাসরুল্লারা চার ভাই পারিবারিক হাতিয়ারের ব্যবসায় রয়েছেন।

তাহলে কি নাসরুল্লাই ফাঁসালেন অঞ্জুকে৷ নেপথ্যে কোন চক্রান্ত কাজ করছে৷ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পুলিশের দাবি অঞ্জুর কোনও ডকুমেন্ট অবৈধ নয় পাসপোর্ট থেকে শুরু করে ভিসা সবই বৈধ। বিয়ে করে ফেলেছেন অঞ্জু ও নাসরুল্লা। তাদের প্রি ওয়েডিংয়ের ভিডিও রীতিমত ভাইরাল। কিন্তু ধর্ম পরিবর্তন করানো হয়েছে অঞ্জুর তিনি এখন ফাতিমা, কিন্তু অঞ্জুর দাবি ছিল বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করবেন না তিনি। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানে ধর্ম পরিবর্তন কোনও বড় ব্যাপার নয়।প্রতিদিনই প্রায় ৩-৪ জন অমুসলিম নারী ধর্ম পরিবর্তন করে। তাকে মুসলিম কোনও যুবকের সঙ্গে নিকাহ দিয়ে দেওয়া হয়। এখানে প্রশ্ন উঠছে যে প্রেমের টানে অঞ্জুর পাকিস্তান যাত্রা সেটা কি আদৌ সত্যি? নাকি পুরোটাই ছিল পাকিস্তান আইএসআইয়ের টোপ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version