।। প্রথম কলকাতা ।।
Adani Group: ঘুরে দাঁড়াচ্ছে আদানি গ্রুপ(Adani Group)। সময়ের আগেই এই মোটা টাকার ঋণশোধ করে ফেলেছে গৌতম আদানি (Gautam Adani) । হিন্ডেনবার্গের (Hindenburg) ঘূর্ণিতে পড়ে লোকসানের মুখে পড়া আদানি গোষ্ঠীর কাছ থেকে এল সুখবর। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রুপটির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে প্রায় ৭,৩৭৪ কোটি রুপি (৯০২ মিলিয়ন ডলার) শেয়ার-ভিত্তিক ঋণ সময়ের আগেই পরিশোধ করেছে। সংক্ষিপ্ত বিক্রেতা সংস্থা আদানি গ্রুপের ঋণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল। একই সময়ে, শেয়ারের ক্রমাগত পতনের মধ্যে অতীতে আদানি গ্রুপ তার কৌশল পরিবর্তন করতে নগদ সঞ্চয় এবং ঋণ পরিশোধের দিকে মনোনিবেশ করেছিল।
আদানি গোষ্ঠী ঋণের বড় অংশ চুকিয়ে দেওয়ায় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ঋণের বদলে নেওয়া আদানির চার সংস্থার শেয়ার ছেড়ে দেবে প্রোমোটাররা। প্রোমোটাররা আদানি পোর্টে ১৫৫ মিলিয়ন শেয়ার বা ১১.৮ শতাংশ শেয়ার ছেড়ে দেবে। অন্যদিকে, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রোমোটাররা ৩১ মিলিয়ন শেয়ার ছাড়বে। এছাড়াও আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশনের প্রমোটাররা সংশ্লিষ্ট কোম্পানির ১.২ শতাংশ এবং ৪.৫ শতাংশ শেয়ার ছেড়ে দেবে বলে জানা গেছে।
গত ২৪ জানুয়ারি মার্কিন সংক্ষিপ্ত বিক্রেতা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। যাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, বিপুল অঙ্কের ঋণের অভিযোগ তোলা হয়। সেই রিপোর্ট প্রকাশের পর থেকেই দ্রুত নিম্নমুখী হয়েছে আদানি গোষ্ঠীর ৭ সংস্থার শেয়ার। অনেকের মতে, ঋণ পরিশোধকেই শেয়ার বাজারে ঘুরে দাঁড়ানোর অন্যতম হাতিয়ার হিসাবে দেখছেন আদানিরা। সময়ের আগেই ঋণ পরিশোধের ফলে শেয়ার বাজারে তাদের দর বাড়তে শুরু করেছে।
অতিরিক্ত নজরদারির আওতা থেকে আদানি এন্টারপ্রাইজকে বাদ দিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। ২৭ জানুয়ারি এলআইসির বিনিয়োগের মূল্য ৫৭ হাজার কোটি টাকায় নেমে আসে। যা ২৭ ফেব্রুয়ারি ৩২ হাজার কোটি টাকায় নেমে আসে, তবে তা ফের বাড়তে শুরু করেছে। বর্তমানে ৩৯ হাজার কোটিতে ফিরেছে।
গত জানুয়ারি মাসে যেখানে আদানি ছিলেন বিশ্বের চতুর্থতম ধনী ব্যক্তি, সেখানে ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় রয়েছেন ৩৮ নম্বরে। অপরদিকে আদানিকে টপকে গিয়েছে মুকেশ আম্বানি(Mukesh Ambani)। তিনি এখন এশিয়ার শীর্ষ এবং বিশ্বের অষ্টমতম ধনী ব্যক্তি। আদানি গ্রুপ কিছুতেই শেয়ারবাজার ধস রুখতে পারছে না। হারানো সিংহাসন ফিরে পেতে লড়াই জারি রেখেছে আদানি গ্রুপ। উপরন্তু এতদিন ধরে যে লগ্নিকারীরা ঋণ দিয়েছিল তাদের আস্থা ফিরে পেতে আদানি গ্রুপকে এখন লোন পরিশোধ করতে হচ্ছে। আদানি গ্রুপের দাবি অনুযায়ী, তারা খারাপ পরিস্থিতি থেকে ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগেই আদানি-হিন্ডেনবার্গের ইস্যুতে কমিটি গঠন করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে এই কমিটিতে থাকবেন ৬ জন। মাত্র দুই মাসের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে। পাশাপাশি সেবি(SEBI) নিয়মের ১৯ নম্বর ধারা লঙ্ঘন হয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম