Cyclone Remal: দুই বঙ্গে তাণ্ডব ‘রেমাল’-এর ! চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর

 

।। প্রথম কলকাতা ।।

 

Cyclone Remal: সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের এই জায়গায় আছড়ে পড়বে রেমাল। দুই বাংলাই বড় রিস্কে। ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল। আয়লার মতো তাণ্ডব,  ১৪০ কিমি বেগে উড়িয়ে নিয়ে যাবে। আতঙ্কিত হবেন না। আপনি কি পূর্ব মেদিনীপুর বা সুন্দরবনের বাসিন্দা? কোন কোন জেলায় কোন অ্যালার্ট থাকছে জেনে নিন। ঘূর্ণিঝড় কোনদিকে এগিয়ে যাবে? সমুদ্র উত্তাল। আবহাওয়া নিয়ে চিন্তার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

 

আয়লা, আমফানের যে ক্ষত আছে সুন্দরবনের, সেটা এখনও শুকিয়ে যায়নি। তারইমধ্যে রেমাল আছড়ে পড়লে পরিস্থিতি আরও খারাপ হবে। আপাতত যা অনুমান করা হচ্ছে
তাতে যেখানে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে তা পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে খুব একটা বেশি দূরে নয়। আছড়ে পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে। স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড়টি রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে সোমবার রাত আড়াইটার মধ্যে আঘাত হানতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেফ নয় কলকাতাও। কলকাতায় ৯০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনই জানিয়েছে হাওয়া অফিস।

 

অন্যদিকে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা গুলিতে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণের লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

কয়েক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াস হাজির হয়েছিল এই সময়। ঠিক সেই সময়েই ফের হাজির আরও এক ঘূর্ণিঝড়। ২৬ মে মধ্যরাতে সাগরে আছড়ে পড়বে রেমাল। সুন্দরবনে মাইকিং শুরু হয়ে গিয়েছে। নীচু জায়গার লোকেদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

 

ফের আয়লার স্মৃতি ফিরতে পারে সুন্দরবনে। রবিবারেই ভরাকোটাল হবে। তার মধ্যে ঘূর্ণিঝড়ের দাপট দুয়ের ফলায় ভয়ঙ্কর হতে পারে সুন্দরবনের পরিস্থিতি।
একই পরিস্থিতি তৈরি হয়েছিল ঘুর্ণিঝড় আয়লার সময়। সেবারও ভরা কোটাল এবং ঘূর্ণিঝড়ে জোড়া ফলায় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version