।। প্রথম কলকাতা ।।
Besan Skincare Benefits: ত্বক(Skin) মোলায়েম এবং কোমল রাখতে অনেকেই বেসন(Besan) দিয়ে ত্বক পরিষ্কার করেন। রূপচর্চায় ঘরোয়া উপাদান গুলির মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন বেসন। বেসনের সঙ্গে একটু কাঁচা হলুদ, দুধ কিংবা মধু মিশিয়ে ব্যবহার একেবারেই স্বাভাবিক ব্যাপার। অনেকেই নামিদামি ক্রিমের(cream) থেকে এই ঘরোয়া মিশ্রণে বেশি ভরসা রাখেন। এই শীতে(winter) ত্বক পরিষ্কার করতে বেসনের জুড়ি মেলা ভার। কিন্তু বেসনের কিছু সমস্যা রয়েছে। এটি ত্বক শুষ্ক( dry skin) করে দিতে পারে। আসলে বেসন ব্যবহারের ক্ষেত্রে এমন কিছু নিয়ম রয়েছে, যা না মানলে আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
বহুকাল আগে থেকেই মেয়েদের রূপচর্চায় বেসনের ব্যবহার হয়ে আসছে। হেঁসেলের অত্যন্ত প্রয়োজনীয় এই উপকরণটি রূপচর্চার জন্য বেশ জনপ্রিয়। ত্বকের কালো দাগ থেকে নানান সমস্যার সমাধান রয়েছে সামান্য বেসনে। তবে এর ভুল ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। এটি ত্বকের জন্য অবশ্যই উপকারী কিন্তু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর এর ফলাফল নির্ভর করে। বেসনে থাকে অ্যাসিড জাতীয় উপাদান, যা ত্বকের সংস্পর্শে বারবার এলে ত্বক শুষ্ক করে তোলে। তাই শীতের সময় বেসন ব্যবহারের ক্ষেত্রে সামান্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
•যদি মনে করেন আপনার ত্বক শুষ্ক তাহলে বেসন ব্যবহার একটু এড়িয়ে চলুন। আপনি দুধের সঙ্গে মধু, অ্যালোভেরা জেল কিংবা হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন।
•যদি বেসন দিয়ে একান্তই কোন ফেসপ্যাক ব্যবহার করতে হয়, তাহলে সেই মিশ্রণে পাতি লেবু মেশাবেন না। কারণ লেবুতে থাকা অ্যাসিড আপনার ত্বকে আরও শুষ্ক করে তুলবে।
•বেসনের প্যাক মুখে ব্যবহারের পর বেশিক্ষণ রাখবেন না। পাঁচ থেকে দশ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলবেন।
•বেসনের সঙ্গে মধু, দই, ডিমের কুসুম কিংবা কাঠবাদাম এগুলি মিশিয়ে ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে না মিশিয়ে, বেসনের সঙ্গে এক একটি উপকরণ বেসনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও হবে।
বেসন ত্বকের পিএইচ লেভেলের(PH Level) ভারসাম্য বজায় রাখে এবং ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। পাশাপাশি ত্বকের আদ্রতা নিয়ন্ত্রিত থাকে। একে বলা হয় প্রাকৃতিক স্ক্রাব, যা ত্বকের মরা চামড়া পরিষ্কার করে। এমনকি বডি ওয়াশ হিসেবেও বেসন বেশ উপকারী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম