Retail Inflation: স্বস্তি আরবিআই-এর! ২ মাস পর খুচরা মুদ্রাস্ফীতি নামল ৫.৬৬ শতাংশে

।। প্রথম কলকাতা ।।

Retail Inflation: ভারতের খুচরা মুদ্রাস্ফীতি (Retail Inflation) ২০২৩ সালে প্রথম দুই মাস ৬ শতাংশের উপরে থাকার পরে মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কমফোর্ট জোনের মধ্যে ফিরে এসেছে। জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে গ্রাহক মূল্য সূচক-ভিত্তিক (CPI) মুদ্রাস্ফীতি ৫.৬৬ শতাংশে নেমে এসেছে।

তথ্য অনুযায়ী, গ্রামীণ মুদ্রাস্ফীতি ৫.৫১ শতাংশে দাঁড়িয়েছে, আর শহুরে মূল্যস্ফীতি ৫.৮৯ শতাংশ। এদিকে, ভোক্তা খাদ্য মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৫.৯৫ শতাংশের তুলনায় ৪.৭৯ শতাংশে নেমে এসেছে। উন্নয়নটি কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বস্তি। যেটি পিছনের পর্যায় বৃদ্ধির পরে তার শেষ নীতি পর্যালোচনায় মূল হার অপরিবর্তিত রাখে।

উল্লেখ্য গত ডিসেম্বরে ১২ মাসের সর্বনিম্ন ৫.৭২ শতাংশে নেমে যাওয়ার পরে, খুচরা মুদ্রাস্ফীতি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৬.৪৪ শতাংশ এবং জানুয়ারিতে ৬.৫২ শতাংশে দাঁড়িয়েছিল। এই বছর এই প্রথমবারের মতো খুচরা মুদ্রাস্ফীতি আরবিআই-এর ঊর্ধ্ব সহনশীলতা সীমা ৬ শতাংশের নিচে নেমে গেছে।

তবে, বিশ্লেষকরা বলছেন যে মার্চ মাসে মুদ্রাস্ফীতি হ্রাসের অর্থ এই নয় যে আসন্ন মাসগুলিতে একই প্রবণতা দেখা যাবে। মার্চ মাসে মুদ্রাস্ফীতি হ্রাস পেলেও দুধ, চিনি এবং ডালের মতো কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকে। আগামী দিনে, ভারত যদি তাপপ্রবাহের দীর্ঘ স্পেল দেখতে পায় তাহলে খুচরা মুদ্রাস্ফীতি আবার বাড়তে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version