।। প্রথম কলকাতা ।।
Weather Update: গরমে পুড়ছে কলকাতা। তবে আর বেশিক্ষণের অপেক্ষা নয় বর্ষা কবে ঢুকছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে স্বস্তির বৃষ্টি নামবে কবে থেকে? ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়! ২৪ ঘণ্টায় অতি তীব্র ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বাংলার কপালে চিন্তার ভাঁজ। গরমে এককথায় অতিষ্ঠ সাধারণ মানুষ। অনেকেরই এসি কেনার সামার্থ্য নেই। কিন্তু সকলের একটাই প্রশ্ন বৃষ্টি আসতে আর কতদিন? শরীর, মন ঠাণ্ডা করতে ঝমঝমিয়ে বৃষ্টি দরকার রাজ্যবাসীর। তাদেরকে বলছি আর একটু কষ্ট করুন। বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দফতর।
আরব সাগরের তীব্র ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে পশ্চিম উপকূলে দুর্বল মৌসুমি বায়ু। বর্ষা আসেনি উত্তর-পূর্ব ভারতেও। মৌসম ভবনের পূর্বাভাস বলছে কেরলে বর্ষা ঢুকতে আরও ৪৮ ঘণ্টা লাগতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও বর্ষা ঢুকবে। তবে বাংলায় কবে বর্ষা ঢুকছে তা এখনও স্পষ্ট নয়। যে সাইক্লোনের জন্য বাংলার আবহাওয়ার এই দুরাবস্থা। তার গতিপথ কোনদিকে জানেন? এর গতিবেগ হার মানাতে পারে ঘূর্ণিঝড় মোকার গতিকেও। আমফান কিংবা ফণীর থেকেও বেশি গতি হতে পারে বিপর্যয়। এখন তার অবস্থান সম্পর্কে কী জানাচ্ছে IMD?
গত তিন ঘণ্টায় শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থান করছে। বুধবার সকালের বুলেটিন অনুযায়ী কেবলমাত্র ভারতই নয় এই সাইক্লোনের জোরাল প্রভাব পড়তে পারে পাকিস্তানের করাচিতেও। বুধবার রাতের পর থেকে হাওয়ার গতিবেগ বাড়তে শুরু করবে বলে জানাচ্ছে IMD। ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর কেরাল, কর্নাটক, গোয়া উপকূলে মূলত তাণ্ডব চালাবে এই বিপর্যয় ঘূর্ণিঝড়। বিপর্যয় নামটি বাংলাদেশের দেওয়া। তবে কোথায় ল্যান্ডফল, তা এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তরপূর্ব ভারতেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও উত্তরপূর্ব ভারতে বিক্ষিপ্ত ভাবে হবে এই ভারী বৃষ্টিপাত এমনটাই পূর্বাভাস।
এমনিতেই মে মাসে মৌসম ভবন জানিয়েছিল যে এবারে ১ জুনের বদলে বর্ষা ঢুকতে পারে ৪ জুন। তবে ৪ জুন চলে গেলেও বর্ষাৎআসার নাম নেই। আগামী ১০ জুন পর্যন্ত কেরলে ভারী বৃষ্টি হতে পারে। যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটছে, ততক্ষণ কেরালায় বর্ষা প্রবেশ করবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে আইএমডি। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ জারি থাকবে। ১০ তারিখ পর্যন্ত হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম