MCD Election: পুরননিগমের ভোট রাজধানীতে, ক্ষমতা যাবে কার হাতে? বিজেপা না আপ!

।। প্রথম কলকাতা ।।

MCD Election: MCD নামে পরিচিত শহরের শক্তিশালী মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নিয়ন্ত্রণ করবে কে, তার জন্য আজ ভোট হচ্ছে দিল্লিতে। পুরনিগমের নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এবারও রাজধানীতে ত্রিমুখী লড়াই। তবে মূল লড়াই মোদীর ‘ডবল ইঞ্জিন’ সরকার ও কেজরির সরকারের মধ্যে। টানা প্রায় ১৫ বছর ধরে ‘এমসিডি’র ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার শহরের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি এমসিডি’র দখল নিতে আবর্জনা সংগ্রহ ও বেআইনি বাড়ির সমস্যা নিয়ে প্রচার চালিয়েছে বিজেপির বিরুদ্ধে।

দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ১৮ শতাংশ। ফলাফল প্রকাশ হবে বুধবার। এদিনের ভোটকে কেন্দ্র করে হাওয়া গরম হয়েছে রাজধানীর। শহরের বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ভোটাররা ‘এনডিটিভি’ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছে যে, তাঁদের নাম নির্বাচনী তালিকা থেকে হারিয়ে যাওয়ায় তাঁরা ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে বিশেষ বৈশিষ্ট্য হল ১০ বছর পর রাজধানীর তিনটি পুরনিগমকে আবার এক করে একটি নিগম করা হয়েছে। ২০১২-তে তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন পুরনো দিল্লি নগর নিগমকে ভেঙে তিন টুকরো করা হয়েছিল। এ বছর সেটিকে ফের জুরে দেওয়া হয়েছে। যার পর আজ প্রথম ভোট হচ্ছে।

২৫০টি পৌরসভার আসনের জন্য ১ হাজার ৩০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও বিজেপি ২৪ বছরে দিল্লিতে কোনও বিধানসভা নির্বাচনে জয়ী হয়নি, তবুও ১৫ বছর ধরে দলটি এমসিডি’কে ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০১৫-র বিধানসভা নির্বাচনে আপ ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয়ী হওয়ার পরেও, বিজেপি দু’বছর ধরে ২৭২টি আসনের মধ্যে ১৮১টি জিতে MCD ধরে রেখেছে। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি দলের প্রধান জেপি নাড্ডা এবং একাধিক মুখ্যমন্ত্রীকে প্রচারের জন্য পাওয়া গিয়েছিল‌। আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে গেরুয়া শিবির। দেখার এবারও কী এমসিডি নিজের ক্ষমতায় রাখে বিজেপি, নাকি ক্ষমতা যায় আপের কাছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version