Mobile Addiction: ফোন আবিষ্কার করে আফসোস আবিষ্কর্তার, ধ্বংসের মুখে নতুন প্রজন্ম!

।। প্রথম কলকাতা ।।

Mobile Addiction: বর্তমানে ফোন (Phone) ছাড়া একটা দিন তো দূর, কয়েক ঘণ্টা অনেকেই কাটাতে পারেন না। সকালে ঘুম ভাঙা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফোন এখন নিত্য সঙ্গী। অফিসের কাছ থেকে শুরু করে পড়াশোনার কাজ, সবকিছুর জরুরী প্ল্যাটফর্ম  হয়ে উঠেছে স্মার্টফোন (Smart Phone)। একবার ভেবে দেখুন তো, যদি ফোন না থাকতো তাহলে কি হত? ফোন ছাড়া বহু মানুষের জীবনে একেবারেই অচল। আবার অনেকেই আছেন যারা ফোনের প্রতি নেশাগ্রস্ত। যার কারণে এই শরীরে ডেকে আনছেন একাধিক লোক কারণ ছাড়া এই দীর্ঘক্ষণ তাকিয়ে রয়েছেন মোবাইলের স্ক্রিনের (Mobile Screen) দিকে। কেউবা মোবাইল দেখতে দেখতে রাস্তা পার হয়ে যাচ্ছে, অজান্তেই দেখে নেমে আসছে মারাত্মক বিপদ। এমত পরিস্থিতিতে ফোনের আবিষ্কর্তার মনের অবস্থা কেমন হবে? ৯৪ বছর বয়সী কুপার জানান, যখন তিনি দেখতে পান কেউ মোবাইল দেখতে দেখতে রাস্তা পার হচ্ছেন তখন তাঁর মন ভেঙে যায়। কিছু মানুষ মারা না গেলে কারো বোধ থাকবে না।

প্রায় ৫০ বছর আগে ফোন আবিষ্কার করে গোটা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিলেন মার্কিন মুলুকের মার্টিন কুপার। কিন্তু সেই যন্ত্রের সৃষ্টিকর্তাই এখন একটু হলেও আফসোস করছেন। তিনি ভাবছেন, এখন লোকজন সারাদিন ফোনের দিকেই তাকিয়ে থাকে। তিনি যন্ত্রটি আবিষ্কার করার সময় ভাবতেই পারেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে। মোবাইলের প্রতি দিনের পর দিন মানুষের মোহ মায়া বেড়েই চলেছে। এই ছোট্ট যন্ত্র যেমন সমস্ত সমস্যার সমাধান করতে পারে, তেমনি কব্জা করে নিচ্ছে মানুষের মস্তিষ্ক। ক্যালিফোর্নিয়ার ডেল মারেতে নিজের দফতরে বসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যখনই দেখেন কেউ ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছেন তখন তাঁর মন ভেঙে যায়। মানুষ বাস্তব জগতে তুলনায় মোহগ্রস্ত হয়ে পড়েছে ভার্চুয়াল জগতের প্রতি।

কুপার বেশ শৌখিন, সম্প্রতি তাঁর হাতে দেখা গিয়েছে আইফোনের নবমতম সংস্করণের একটি ঘড়ি। তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন, বর্তমানে প্রচুর অ্যাপ রয়েছে যার অধিকাংশের ব্যবহার তিনি জানেন না। তাঁর নাতি নাতনি কিংবা ছেলে মেয়েরা যেভাবে ফোন ব্যবহার করেন তিনি সেভাবে ফোন কখনোই ব্যবহার করতে পারবেন না। ফোনের প্রতি মানুষ যেভাবে মজে রয়েছে একটা সময় কিন্তু তাও থাকবে না। কারণ প্রযুক্তি আরও উন্নত হবে। ৫০ বছর আগে তিনি যে যন্ত্রটি আবিষ্কার করেছিলেন পরিবর্তনের হাওয়ায় সেই যন্ত্রটি একেবারকে নতুন রূপ নিয়েছে। বাজারে প্রতিযোগিতায় নেমেছে বড় বড় কোম্পানি।

প্রায় ৫০ বছর আগে ১৯৭২ সালে কুপার ভেবেছিলেন এমন একটি যন্ত্র আবিষ্কার করবেন যা কোন ব্যক্তি অতি সহজে নিজের সঙ্গে বহন করতে পারবেন এবং সেটি যোগাযোগ সাধন করবে। যদিও তাঁর আগে ১৯৬০ এর দশকে গাড়িতে ফোন রাখার ব্যবস্থা আবিষ্কার হয়েছিল। কিন্তু তা বেশিদিন টেকেনি। বিষয়টি ছিল বেশ কঠিন ব্যাপার। তখন সেই যন্ত্র ব্যবহার করার জন্য গাড়িতে একটি বড়সড় ব্যাটারি রাখতে হত। মাত্র তিন মাসের গবেষণায় কুপার আবিষ্কার করে ফেলেছিলেন আশ্চর্য ফোন। তাঁর আবিষ্কার করা ফোনের ওজন ছিল প্রায় এক কিলোগ্রাম। বর্তমানে পরিবর্তনের হাওয়ায় তার ওজন কমে দাঁড়িয়েছে কয়েকশো গ্রামে।

Exit mobile version