।। প্রথম কলকাতা ।।
WB Finance Department Recruitment: রাজ্যে নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি ২০২২ সালের একেবারে শেষের দিকে রাজ্যের অর্থ দফতরের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের ফিন্যান্স ডিপার্টমেন্টে। আর এই নিয়োগ প্রক্রিয়াটি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পরিচালিত হতে চলেছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরা এই সরকারি চাকরির জন্য আবেদন জানাতে পারেন। তবে আবেদন জানানোর আগে অবশ্যই জেনে নিন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কতগুলি শূন্য পদ রয়েছে, নিয়োগের প্রক্রিয়া কেমন এবং কীভাবে আপনি আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করা হল।
পদ: অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস
বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
মাসিক বেতন : নির্দিষ্ট পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা পে লেবেল ১৬ অনুযায়ী মাসিক বেতন হিসেবে ৫৬ হাজার ১০০ থেকে ১ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে আবেদনকারীদেরকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্রাজুয়েশন করতে হবে। অথবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে বছর দুয়েকের ফিন্যান্স বিষয়ে এমবিএ বা পিজিডিএম এ পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। কিংবা আবেদনকারী যদি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বার হয়ে থাকেন তাহলেও তিনি আবেদন করতে পারেন।
শূন্য পদ : মোট শূন্য পদ হল ২৫ টি
নির্বাচন প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
আবেদন ফি : এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের ফি জমা দিতে হবে ২১০ টাকা। কিন্তু রাজ্যের এসসি , এসটি অথবা পিডব্লিউবিডি শ্রেণির আবেদনকারীদের জন্য কোন রকম ফি বরাদ্দ করা হয়নি।
আবেদনের শেষ তারিখ : ০৪.০১.২০২৩
আবেদন প্রক্রিয়া
- পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbpsc.gov.in) যেতে হবে।
- ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পাওয়া যাবে লগইন আইডি।
- নির্দিষ্ট লিঙ্কে গিয়ে লগইন করার পর সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ করার পর একবার যাচাই করে নিয়ে কাস্ট অনুযায়ী ফি জমা দেওয়ার পর সাবমিট করে দিতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম