।। প্রথম কলকাতা ।।
অনুষ্ঠানিক ভাবে নির্ধারিত তারিখে ভারতে আত্মপ্রকাশ হল Realme 10 Pro এবং Realme 10 Pro Plus স্মার্টফোনের। দুটি স্মার্টফোনেই অজস্র চমক রেখেছে কোম্পানি। যার মধ্যে Pro Plus ভ্যারিয়েন্টটিতে রয়েছে কার্ভড ডিসপ্লে – যা সচরাচর দেখা যায়না। এ ছাড়া MediaTek Dimensity 1080 চিপসেট এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা। যারা 5G ফোন নিয়ে একটু উৎসুক তাদের আশাহত হতে হবে না কারণ দুটি ফোনেই 5G কানেকশন পাওয়া যাবে।
Realme 10 Pro এবং 10 Pro Plus স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা
ভারতে Realme 10 Pro দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। একটি 6GB RAM+128GB ইন্টার্নাল স্টোরেজ যার দাম 18,999 টাকা। আরেকটি রয়েছে 8GB RAM+128GB ইন্টার্নাল স্টোরেজ যার দাম 19,999 টাকা। 6GB+128GB ভ্যারিয়েন্টে ব্যাঙ্ক অফারের সহায়তায় 1,000 টাকা ডিসকাউন্ট পেতে পারেন।
অন্যদিকে Realme 10 Pro Plus ও লঞ্চ হয়েছে দুটি ভ্যারিয়েন্টে। প্রথম 6GB RAM+128GB ইন্টার্নাল স্টোরেজ যার দাম 24,999 টাকা। দ্বিতীয় 8GB RAM+128GB ইন্টার্নাল স্টোরেজ যার দাম 25,999 টাকা। লঞ্চ অফার হিসাবে ফ্লিপকার্টে এটি 1,000 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাবে।
রঙের ক্ষেত্রে উভয় স্মার্টফোনে নাইট ব্ল্যাক, স্টারলাইট এবং সি ব্লু এই তিনটি বিকল্প মিলবে। আগামী 16 ই ডিসেম্বর দুপুর 12 টা থেকে ফ্লিপকার্টে এটির সেল আরম্ভ হবে।
আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও
Realme 10 Pro এবং 10 Pro Plus স্মার্টফোনের ফিচার্স
Realme 10 Pro 5G-তে রয়েছে ফুল HD+ রেজোলিউশন সহ একটি 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে। সাথে 120Hz রিফ্রেশ রেট সহ এবং একটি সমতল LCD প্যানেল৷ প্রসেসরের ক্ষেত্রে এটিতে Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে যা 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ অফার করে। ডিভাইসে RAM এর ধরন হল LPDDR4x এবং স্টোরেজের ধরন হল UFS 2.2।
ক্যামেরার ক্ষেত্রে মিলবে ডুয়াল রিয়ার ক্যামেরা – একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা মজুত। ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh এবং 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অপারেটিং সিস্টেম রয়েছে Android 13। এটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে 5G ছাড়াও
4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, এবং NFC কানেক্টভিটি রয়েছে।
আরও পড়ুন : Android 13 Smart TV: মোবাইলের মতো টিভিতেও অ্যান্ড্রয়েড১৩ আপডেট, পাল্টে দেবে চেহারা
অপরদিকে, Realme 10 Pro Plus 5G এর হাল হকিকত কিছুটা এরকম – 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে। এটি একটি পাঞ্চ-হোল প্যানেল যার ফুল-এইচডি+ রেজোলিউশন, 1260Hz PWM ডিমিং এবং 100 শতাংশ DCI-P3 কালার গ্যামুট রয়েছে।
এটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে কারণ এটির প্রসেসর MediaTek Dimensity 1080। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটিতে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের পরিষেবা মিলবে। ডিভাইসটিতে 30fps এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে, রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি স্নাপার।
ব্যাটারি স্পেক 10 Pro এর মতো একই 5,000mAh তবে এটিতে মিলবে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। সফটওয়্যারের ক্ষেত্রে Realme UI 4.0 এবং Android 13 অপারেটিং সিস্টেম প্রি-লোড করা রয়েছে। স্মার্টফোনটির নিরাপত্তার জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কানেক্টভিটির জন্য 5G ছাড়াও 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, এবং NFC সাপোর্ট উপস্থিত।