Ration: রেশন কার্ড থাকলেই লাইফ সিকিওর, ৩১শে ডিসেম্বরের আগে এটা জানুন

।। প্রথম কলকাতা ।।

Ration: আপনার রেশন কার্ড আছে তো? বিনামূল্যে চাল ডাল চিনি এবার ঘরে ঘরে পৌঁছে যাবে। ৩১ শে ডিসেম্বরের মধ্যে এই কাজটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। কেলেঙ্কারি হয়ে যাবে বাতিল হলেই! কিভাবে আবেদন করতে হবে? কি করতে হবে? কি সুবিধা পাবেন? কী ভাবে আবেদন করতে হবে? সবকিছুই জানাচ্ছি এই প্রতিবেদনের মাধ্যমে। রেশন কার্ড থাকলেই কি আপনার লাইফ সিকিওর? একটা রেশন কার্ডের এতো দাম? দেশের বেশিরভাগ মানুষ এটা জেনে গেছেন যে আগামী ৫ বছর বিনামূল্যে চাল, গম পাওয়া যাবে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পর মেয়াদ বাড়ানো হয়েছে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কিভাবে? নিয়মটা না জানলে বড় সুযোগ হাতছাড়া হবে।

মূলত এই সুবিধা পাবেন মধ্যবিত্তরা। দারিদ্র্যসীমার নীচে অন্তর্ভুক্ত পরিবার, যারা অন্ত্যোদয় অন্ন যোজনায় রেশন পান তাদেরকে এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। এছাড়াও বিধবা, চূড়ান্ত অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী বা ৬০ বছরের বেশি বয়সী মানুষ যাদের আয়ের নিশ্চয়তা নেই তাঁরাও এর সুবিধা পাবেন। একইসঙ্গে সমস্ত আদিম উপজাতি পরিবার এবং বিপিএল তালিকাভুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। গত বছর ডিসেম্বর মাসে জানানো হয় এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কাউকেই যাতে খাবারের অভাবে দিন কাটাতে না হয় সেই কারণেই এই প্রকল্প বলে জানিয়েছে কেন্দ্র। ২০২০ সালে, করোনার সময়ে চালু হয় এই প্রকল্প। যে প্রকল্পে মাথা পিছু ৫ কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়া যাবে।

আপনি কি জানেন? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত। কেন্দ্রীয় সরকার দেশের ৮০ কোটি গরীব নাগরিকদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সাথে সাথেই বাড়বে চাল গমের চাহিদা। ফলে লাভ হবে দেশের কৃষক, বিশেষ করে যারা চাল গম উৎপাদন করেন তাদের। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন? না, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার সুবিধা পাওয়ার জন্য আলাদা করে আবেদন করার কোনও দরকার নেই। এর জন্য যোগাযোগ করতে হবে স্থানীয় রেশন ডিলারের সঙ্গে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীনে যাঁরা রেশন পেতেন তাঁরা যাতে বঞ্চিত না হন, সেটাই সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র। সে কারণে ওই প্রকল্পের গ্রাহকদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বিশ্বের ‘সবথেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি’।

এই প্রকল্প বন্ধ হয়ে গেলেও জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে রেশন দেওয়া চলবে বলে জানা গেছিল আগেই। আর কেন্দ্রের এবারের সিদ্ধান্তে খুশি গোটা ভারত। বিশেষজ্ঞদের মতে মোদীর এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ আগামী পাঁচ বছরের জন্য পিএমজিকেওয়াই-এর অধীনে বিনামূল্যে শস্য বিতরণের সম্প্রসারণ, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version