Ram Mandir: সোনা রুপো দিয়ে তৈরি রামলালার পাদুকা, রাম মন্দিরে নতুন চমক

।। প্রথম কলকাতা ।।

Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রকাশ্যে আসছে একের পর এক চমক। অযোধ্যায় রাম থাকবেন রামলালা রূপে। তাঁর পাদুকা তৈরি করা হয়েছে কেজি কেজি সোনা আর রুপো দিয়ে। বসানো রয়েছে বহুমূল্য রত্ন। কবে এই পাদুকা রাম মন্দিরে আনা হবে? কবেই বা দেখতে পাবেন সাধারণ মানুষ? জানুন সবটা।

নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী, রামের পাদুকা প্রস্তুত। আপাতত রাখা আছে এসজি হাইওয়েতে তিরুপতি বালাজি মন্দিরে। এই পাদুকা তৈরি করেছেন হায়দরাবাদের শ্রীচল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে ১ কেজি সোনা ও ৭ কেজি রুপো ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পাদুকায় মূল্যবান রত্নও স্থাপন করা হয়েছে।

সারাদেশে রামলালার চরণ পাদুকা নেওয়া হচ্ছে। এই পাদুকা ২০২৪ এর ১৯ জানুয়ারি অযোধ্যায় পৌঁছাবে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে। এটি ১৭ই ডিসেম্বর রামেশ্বর ধাম থেকে আহমেদাবাদে আনা হয়। তিরুপতি বালাজির পর নিয়ে যাওয়া হবে সোমনাথে। শ্রীচল্ল শ্রীনিবাস শাস্ত্রী ৪১ দিন ধরে এই চরণ পাদুকা নিয়ে অযোধ্যা প্রদক্ষিণ করেছিলেন। গত দুই বছর ধরে এই পাদুকাগুলি রামেশ্বরম থেকে বদ্রীনাথ পর্যন্ত সমস্ত বিখ্যাত মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। সোনা-রুপো ছাড়াও মূল্যবান রত্নও ব্যবহার করা হয়েছে এই চরণ পাদুকায়। রামমন্দিরে রামলালাকে পবিত্র করার পর এখানে রাখা হবে। বালাজি মন্দিরের ট্রাস্টি কে সুব্বারায়ুডু এই চরণ পাদুকাগুলি, যা আহমেদাবাদে পৌঁছেছিল, তার মাথায় নিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যান। এরপর বালাজি মন্দিরের পণ্ডিতরা এর বিশেষ পুজো করেন। কোনো কোনো ভক্ত এই পাদুকাগুলো তাদের মাথায়ও রেখেছিলেন।

রাম মন্দিরের আদলে হীরের নেকলেস

অপরদিকে গুজরাটের সুরাটের এক হীরা ব্যবসায়ী রাম মন্দিরের থিমে একটি নেকলেস তৈরি করেছেন। বিশেষ বিষয় হল, নেকলেসটি তৈরিতে ৫ হাজার আমেরিকান হীরা ও দুই কেজি রুপো ব্যবহার করা হয়েছে। এই নেকলেসটি তৈরি করতে ৩৫ দিন সময় লেগেছে এবং এটি ৪০ জন কারিগর মিলে তৈরি করেছেন। রাসেশ জুয়েলসের পরিচালক কৌশিক কাকাদিয়া বলেন,” অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ায় আমরা খুবই অনুপ্রাণিত। আমরা ৫০০০টিরও বেশি আমেরিকান হীরা ব্যবহার করে এই নেকলেস তৈরি করেছি। এটা বিক্রয়ের জন্য উপলব্ধ নয়। আমরা রাম মন্দির উপহার দেব। আমরা রাম মন্দিরের জন্য কিছু উপহার দিতে চেয়েছিলাম, তাই আমরা এই বিশেষ নেকলেস তৈরি করেছি”। রামায়ণের প্রধান চরিত্রগুলো এই নেকলেসের সুতোয় খোদাই করা আছে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version