।। প্রথম কলকাতা ।।
Rajasthan CM: রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভজনলাল শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার সঙ্গে দিয়া কুমারী ও প্রেম চন্দ্র বৈরওয়াও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ভজনলাল সরকারে তাকে ডেপুটি সিএম করা হয়েছে। শপথ নেওয়ার আগে বাবা-মায়ের আশীর্বাদ নেন ভজনলাল শর্মা। এর আগে সরল বিহারী মন্দিরে সাধু মৃদুল কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে দেখা করেন। তার আশীর্বাদও নেন। আজ মুখ্যমন্ত্রী ভজনলালের জন্মদিনও। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন।
‘নবভারত টাইমস’ এর রিপোর্ট অনুযায়ী, অ্যালবার্ট হলের সামনে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার শপথগ্রহণ অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি গোবিন্দ দেবজি মন্দিরে গিয়েছিলেন। এরপর তিনি সরল বিহারী মন্দিরে সাধক মৃদুল কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে বাবা-মায়ের পা ধুয়ে আশীর্বাদ নেন। তারপর রাজ্যের দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে পৌঁছানোর পর বড় রাজনৈতিক নেতাদের সামনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ভজন লাল শর্মার বাবা কিষাণ স্বরূপ শর্মা ছেলেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে দেখে ভীষণ খুশি। বলেন, “এ সব ঈশ্বরের খেলা। আমার ছেলে রাজনীতিতে আসার অনেক দিন হয়ে গেছে। তিনি সরপঞ্চ হয়েছেন। এছাড়াও জেলা সভাপতি ও রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন ৪ বার। এখন মুখ্যমন্ত্রী পদে দেখে আমি খুব খুশি। খুব সুন্দর কাজ। সবই ঈশ্বরের খেলা।” ভজনলাল শর্মা যখন মুখ্যমন্ত্রী হন, তখন তাঁর মা গোমতী দেবীও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জনগণ তার ছেলেকে অনেক ভালোবাসে। “আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই, রাজ্যের উন্নয়ন করা উচিত। রাজ্যের মানুষ তাকে ভালোবাসত, সে কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন”। আজ ভজনলাল শর্মার জন্মদিন, তিনি ৫৭ বছর বয়সে পদার্পণ করলেন। এ রাজ্যে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হিন্দিতে শপথ নিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম