Bharat Jodo Yatra: রাহুলের যাত্রায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা

।। প্রথম কলকাতা ।।

Bharat Jodo Yatra: রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রায় নাকি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনা গিয়েছে! বেজায় সমস্যায় পড়েছে হাত শিবির। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুক্রবার মধ্যপ্রদেশের খারগন জেলা থেকে যাত্রা নিয়ে এগোন ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ‌। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। আর ওই মিছিল নিয়ে যাওয়ার সময় আচমকাই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওঠে। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। যদিও তার সত্যতা যাচাই করেনি ‘প্রথম কলকাতা’।

রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, ‘ভিডিও মর্ফ করা হয়েছে। জোর করে হাত শিবিরের গায়ে কালি ছোড়া হচ্ছে’। হিন্দুস্থান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জয়রাম রমেশ বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রায় সাড়া দিয়েছে জনতা। আর তার অপমান করা হচ্ছে। এই নিয়ে পরবর্তীতে আইনত ব্যবস্থা নেব’। ভিডিওটি অমিত মালব্য পোস্ট করে বলেছেন, মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর যাত্রায় ‘পাকিস্তানি জিন্দাবাদ’ স্লোগান শোনা গিয়েছে।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা এই মুহূর্তে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী এই পদযাত্রায় অংশ নিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর ইন্দোর, উজ্জয়িনী হয়ে যাত্রা পৌঁছাবে রাজস্থানে। এমনিতেই প্রথম থেকে রাহুল গান্ধীর যাত্রাতে আপত্তি ছিল বিরোধীদের। নানা ভাবে গ্র্যান্ড ওল্ড পার্টিকে কটাক্ষকর মন্তব্য করা হয়েছে। এবার এই ভিডিও পোস্ট হতে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version