।। প্রথম কলকাতা ।।
Raghuram Rajan joins Bharat Jodo: রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। রাজস্থানের সাওয়াই মাধোপুর থেকে কংগ্রেসের পদযাত্রা যখন আবার শুরু হয়েছে, তখন মিছিলের মাঝে কিছু নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে গান্ধী ও রাজনকে। এর আগে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরকে।
রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রায় এখনও পর্যন্ত অংশ নিয়েছেন অ্যাক্টিভিস্ট মেধা পাটকর, কম্পিউটার বাবা তথা নামদেব দাস ত্যাগী, স্বরা ভাস্কর, বক্সার বিজেন্দর সিং সহ অন্যান্য। যাত্রা শেষ হবে কাশ্মীরে। উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর এই পদযাত্রা হরিয়ানায় প্রবেশ করবে। বিগত ২০ দিনে রাজস্থানের প্রায় ৫০০ কিলোমিটার পথ ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে কংগ্রেস। এদিকে যাত্রার ১০০ দিন উপলক্ষে জয়পুরে এক কনসার্টের আয়োজন করেছে হাত শিবির। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেই কনসার্টে গান গাইবেন সুনিধি চৌহান।
Former Governor of RBI, Dr. Raghuram Rajan joined Rahul Gandhi in today’s #BharatJodoYatra pic.twitter.com/BQax4O0KSF
— Darshni Reddy (@angrybirdtweetz) December 14, 2022
প্রসঙ্গত, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে কংগ্রেসের এই যাত্রা। প্রথম থেকেই এই যাত্রাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিরোধীরা। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ‘ভারত জোড়ো’ যাত্রা। এই ক’মাসে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন রাহুল গান্ধীরা। মূলত যখন যে জায়গার মধ্যে দিয়ে যাত্রা গিয়েছে, তখন সেই এলাকার সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছেন রাহুল গান্ধী। যাত্রার মুখ তিনিই। যদিও মধ্যিখানে মা সোনিয়া গান্ধীর জন্মদিনের জন্য কয়েক দিন যাত্রার কার্যক্রম বন্ধ রেখেছিলেন। তারপর গত ১২ ডিসেম্বর থেকে ফের সেই যাত্রায় অংশ নেন। আগামী ১৬ ডিসেম্বর ১০০ দিন সম্পূর্ণ করবে ‘ভারত জোড়ো’ যাত্রা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম