Bank closed: ঝটপট সারুন ব্যাঙ্কের কাজ, এটিএমেও হবে গণ্ডগোল! কবে মিটবে সমস্যা?

।। প্রথম কলকাতা ।।

Bank closed: আপনার কি ব্যাঙ্ক সংক্রান্ত কোন জরুরি কাজ রয়েছে? তাহলে দেরি করবেন না। দ্রুত মিটিয়ে নিন। ধর্মঘটের কারণে এই শনিবার ব্যাঙ্কের সমস্ত কাজ বন্ধ থাকতে পারে।

 

সাধারণত অফিস টাইমেই ব্যাঙ্ক খোলে। অনেকে আছেন যারা ব্যাঙ্কের জরুরি কাজ সারতে অফিস ছুটি করেন কিংবা দরকারি কাজ ফেলে ব্যাঙ্কে যান। সেক্ষেত্রে ব্যাঙ্ক বন্ধের তারিখ আগে থাকতে জানতে পারলে বেশ উপকার হয়। এর ফলে সময় নষ্ট হয় না এবং কাজের পরিকল্পনা করতে সুবিধা হয়।

১৯শে নভেম্বর অর্থাৎ শনিবার ব্যাঙ্ক পরিষেবার পাশাপাশি এটিএম পরিষেবার ক্ষেত্রেও একটু গড়বড় হতে চলেছে। ব্যাঙ্ক কর্মীরা এই দিন ধর্মঘটের ডাক দিয়েছেন। যার প্রভাব পড়বে ব্যাঙ্ক পরিষেবায়। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে শনিবার ব্যাঙ্কের প্রায় সব কর্মী একদিনের ধর্মঘটে সামিল হবেন। ব্যাঙ্ক অফ বরোদা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লইজ অ্যাসোসিয়েশনের (AIBEA) সাধারণ সম্পাদক ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে ধর্মঘট ডাকার নির্দেশ দেওয়ার পর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

ধর্মঘটের দিন সাধারণ মানুষের কাজের যাতে কোন প্রভাব না পড়ে, সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চেষ্টা চালানো হচ্ছে ব্যাঙ্কের শাখা এবং অফিসে কার্যক্রম চালু রাখার। তাই ব্যাঙ্কের কোন জরুরি কাজ থাকলে ঝটপট সেরে ফেলতে পারেন। এছাড়াও যদি এটিএম থেকে টাকা তোলার কোন পরিকল্পনা করেন সেটি ১৯তারিখের আগেই করে নিন। না হলে আপনাকে সোমবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version