Indian Post Recruitment: যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ, পোস্ট অফিসে ৯০ হাজারেরও বেশি পদে নিয়োগ

।। প্রথম কলকাতা ।।

Indian Post Recruitment: যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুসংবাদ। ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে শূন্য পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। একটি-দুটি নয়, প্রায় ৯০ হাজারেরও বেশি পদের নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, বয়স সীমা কী প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

পদ: পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টি টাস্কিং

শূন্য পদ: পোস্ট ম্যান পদের জন্য নিয়োগ করা হবে ৫৯,০৯৯ জন। মেল গার্ড পদের জন্য নিয়োগ করা হবে ১,৪৪৫ জন। মাল্টি টাস্কিং পদের জন্য নিয়োগ করা হবে ৩৭,৫৩৯ জন।

বয়স সীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়সের কোন ব্যক্তি পদগুলির জন্য আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: ভারতীয় পোস্ট বিভাগে চাকরির জন্য আবেদনকারীদেরকে দশম এবং দ্বাদশ পাশ করতে হবে। যদি তার থেকে বেশি ডিগ্রি থেকে থাকে তাহলেও তাঁরা এই পদ গুলির জন্য আবেদন করতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগের যোগ্যতা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।

আবেদন পদ্ধতি:
১.সর্বপ্রথম আবেদনকারীদেরকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে (www.indiapost.gov.in)

২. তারপর হোম পেজে ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট ২০২৩ লিংকে ক্লিক করতে হবে।

৩.সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৪. রেজিস্ট্রেশনের পর নতুন একটি ট্যাব খুলবে এবং সেইখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

৫. পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র।

৬. অবশেষে আবেদন ফি জমা দিয়ে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে।

রেজিস্ট্রেশন শুরু ও শেষের তারিখ: আপাতত ইন্ডিয়ান পোস্ট বিভাগের তরফ থেকে এই নির্দিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু এবং শেষের তারিখ ঘোষণা করা হয়নি। বেতন সম্পর্কেও অফিসিয়াল আপডেট অবিলম্বে দেওয়া হবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন www.indiapost.gov.in ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version