Gangasagar Mela 2023: সাগর মেলায় হারিয়ে গেলে সাহায্য করবে QR রিস্টব্যান্ড, থাকছে হেল্পলাইন নম্বরও

।। প্রথম কলকাতা ।।

Gangasagar Mela 2023: ২০২৩ সালের একেবারে শুরুতেই রাজ্যে মহা সমারোহে আয়োজিত হতে চলেছে, গঙ্গাসাগরের মেলা (Gangasagar Mela)। সেই মেলা নিয়ে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক সেরে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রস্তুতিতে এতটুকু খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। তাই যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকছে রাজ্যের। বিগত বছরগুলিতে করোনার আতঙ্ক বহু মানুষকে গঙ্গাসাগরের মেলায় এসে উপস্থিত হতে বাধা দিয়েছিল। কিন্তু চলতি বছরে তেমন কোন বাধা-বিপত্তি নেই।

তাই ২০২৩ এর গঙ্গাসাগর মেলায় বাঁধনছাড়া ভিড় হতে চলেছে এমনটাই আশা করছে রাজ্যের প্রশাসন। প্রতিবারই দেখা যায় গঙ্গাসাগরের মেলার অকল্পনীয় ভিড়ের মধ্যে পরিবার আত্মীয় স্বজনদের কাছ থেকে আলাদা হয়ে যান বহু শিশু এমনকি প্রবীণরাও। অতীতে এই ধরনের অনেক ঘটনারই সাক্ষী থেকেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ । সবার কাছে মোবাইল ফোনের সুবিধা থাকে না । তাই পরিবারের সঙ্গে যোগাযোগ করা তেমন সহজ হয় না। এবার যাতে এই ধরনের সমস্যা না হয় হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বজরং পরিষদ নামে একটি এনজিও (NGO)।

তাদের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে গঙ্গাসাগরের মেলায় কোন প্রবীণ ও শিশু হারিয়ে গেলে সহজেই পরিবারের সঙ্গে তাদের দেখা হতে পারে । এই উদ্যোগের তাঁরা নাম দিয়েছেন ‘পরিচয়’। জানা গিয়েছে এই বছর থেকে গঙ্গাসাগর মেলায় আসা শিশু এবং প্রবীণদেরকে একটি করে রিস্ট ব্যান্ড (wrist Band) দেওয়া হবে । তাতে থাকবে কিউআর এবং বারকোড (QR and Bar Code)। আর সেই ব্যান্ড হবে একেবারেই ওয়াটারপ্রুফ। কোনোভাবে যদি আগত পুণ্যার্থী পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যান তাহলে ওই রিস্ট ব্যান্ডের সাহায্যে তিনি পুনরায় নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন।

এছাড়াও অন্যান্য বছরের মত চলতি বছর হেল্পলাইন নম্বরের (Helpline Number) সুবিধা রাখা হয়েছে। গঙ্গাসাগর মেলার লস্ট অ্যান্ড ফাউন্ড ক্যাম্পের একাধিক নম্বর জনসাধারণের সুবিধার্থে খোলা রাখা হবে বলে জানা গিয়েছে। সেগুলি হল-

১. সাগর- ০৩২১০-২৪০৮৮৭/০৩২১০-২৪০৮৮৮/ ০৩২১০-২৪০৮৮৯ / ০৩২১০-২৪০৮৯০ /০৩২১০-২৪০৮৯১ / ০৩২১০-২৪০৮৯২

২. কচুবেড়িয়া – ০৩২১০-২৯৬৭৫৫
৩. নামখানা – ০৩২১০-২৪৪৯৯২
৪.চিমাগুড়ি – ০৩২১০-২২২৪১৪

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version