পুতিনের ম্যাগনেটিক পাওয়ার ? ইউক্রেনের অদ্ভুত আচরণ, মাটি ছাড়ছে কারা, রহস্য ফাঁস

।। প্রথম কলকাতা ।।

পুতিনের খতরনাক ম্যাগনেটিক পাওয়ার? মস্কোর মাটির তলায় কি আছে? দেখুন কারা রাতের অন্ধকারে ইউক্রেনের মাটি ছাড়ছে? এদের ভেতর কোন অসুস্থা বাসা বেঁধেছে? কিভাবে ইউক্রেন থেকে এই মানুষগুলোকে টেনে নিচ্ছেন পুতিন? জেলেনেস্কির বড় ভুল, ইউক্রেন কেমন অদ্ভুত আচরণ করছে! যুদ্ধের দেড় বছর পর কিয়েভের আসল রহস্য ফাঁস। সত্যিই কী ইউক্রেনের মাটিতে বিষ আছে? কেন কোনো পুরুষ এই দেশে থাকতে পারেনা? জানেন প্রতি রাতে কী ঘটে ইউক্রেনের বুকে? দেড় বছর ধরে রাশিয়ার সঙ্গে লড়াই করে টিকে আছে ইউক্রেন।দেশটিকে সামরিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করে চলেছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। তবে মাঠে-ময়দানে লড়াই করতে হয়েছে ইউক্রেন বাসীদেরকেই। যুদ্ধ শুরুর পর সেনাবাহিনীতে যুবকদের যোগদান বাধ্যতামূলক করেছে কিয়েভ। আর এখানেই গণ্ডগোলের সূত্রপাত।

প্রথম দিকে দেশমাতৃকার ডাকে হাজার হাজার যুবক সাড়া দিলেও বর্তমানে উল্টো ছবি দেখছে ইউক্রেন। যুদ্ধে যোগদান এড়াতে এখন ইউক্রেনীয় যুবকরা দলে দলে দেশ ছাড়ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়াতে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার পুরুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। তাছাড়া দেশ থেকে পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে আরও ২১ হাজার ১১৩ জন। তাদের মধ্যে ১৪ হাজার ৩১৩ জন বিপজ্জনক নদী সাঁতরে কিংবা কেউ কেউ রাতের অন্ধকারে হেঁটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। এ ছাড়া অসুস্থতার অজুহাতে ভুয়ো নথি তৈরি করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে বাকি ৬ হাজার ৮০০ জন। মনে করিয়ে দিই, গত বছর রাশিয়া ইউক্রেনে অ্যাটাক করলে ১৮-৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয় কিয়েভ।

বিবিসি বলছে, সেই সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে প্রতিদিনই দেশ থেকে পালিয়েছেন কয়েক ডজন করে পুরুষ। অনেকেই বলছেন তারা তো আর যোদ্ধা নন, তাই এই সিদ্ধান্ত। তাহলে কী, আসতে আসতে পুরুষহীন দেশে পরিণত হচ্ছে ইউক্রেন? বিবিসি বলছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইউক্রেন থেকে অবৈধভাবে রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার প্রবেশ করেছে ১৯ হাজার ৭৪০ জন পুরুষ। ফলে, এবারের শীতে পুতিন যেভাবে ইউক্রেন অ্যাটাকের প্ল্যান সাজাচ্ছেন, তাতে জেলেনেস্কির দেশ যে যথেষ্ট। চাপে পড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অস্ত্র থাকলেও যোদ্ধা কোথায়? কীসের ভরসায় যুদ্ধ করবে দেশটা? এটাই এখন বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version