পুতিনের ১ নিশানায় ঘায়েল ১০! ইসকান্দার ভয়ানক রূপে, জেলেনস্কি কাঁপছে

।। প্রথম কলকাতা ।।

রাশিয়ার একটা হামলায় দশবার অ্যাটাক। ইউক্রেনে নয়া রূপে পুতিন আনলেন ইসকান্দারকে। যু্দ্ধের এই পরিস্থিতিতে এ কোন নয়া বিধ্বংসী ক্ষেপনাস্ত্র? ইউক্রেনের সেনা হকচকিয়ে গেল কাতাকে কাতারে সেনা শেষ হবে জেলেনস্কি সামরিক সাফল্যের দাবি করতেই পুতিনের খেলা শুরু। ইউক্রেন একের পর এক চাঞ্চল্যকর দাবি করছে আর রাশিয়া যুদ্ধের ময়দানে সরাসরি চমকে দিচ্ছে কিয়েভকে। ইউরাএশিয়ার রিপোর্টে উঠে এসেছে সেই তথ্যই। একটাই টার্গেট আর সেখানে রুশ মিশাইল হামলা চালাচ্ছে একের অধিক বার। এর মানে কত বড় ধ্বংসলীলা বুঝতে পারছেন? রাশিয়া আবারও বের করল ইসকান্দার ক্ষেপনাস্ত্র। এ যেন তার অনেক বেশি ভয়ঙ্কর রূপ। ইউক্রেনকে কি বিশ্বকে বোঝাতে চাইছে?

রাশিয়ার হামলার প্রায় ২০ মাস পর আরও কিছু অধিকৃত এলাকা উদ্ধার করতে পেরেছে ইউক্রেন। সাফল্যের স্বার্থে তাই প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক বাহিনীতে দ্রুত পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে এক ধাক্কায় প্রায় তিন থেকে আট কিলোমিটার এলাকা রাশিয়া থেকে দখলমুক্ত করা সম্ভব হয়েছে। সেই অভিযানে দিনিপ্রো নদীর তীরে রুশ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র অবশ্য জানিয়েছেন রাশিয়া ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। আর এটা শুধু হামলা নয় এটা বিধ্বংসী হামলা। ইসকান্দর ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠেতে পারে। এটা যুদ্ধ শুরুর সময় প্রেডিক্ট করেছিলেন যু্দ্ধ বিশেষজ্ঞরা। স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি একটি ট্রাকের উপরে চাপানো থাকে। প্রতিটি ট্রাকে দু’টি করে ইসকান্দর ক্ষেপণাস্ত্র থাকতে পারে। ১৬ মিনিট ছাড়া ছাড়া এই ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা যেতে পারে।

এবার শুনুন এর নয়া ভার্সনের কামাল ইউরাএশিয়ার প্রতিবেদন থেকে জানতে পারা যাচ্ছে সম্প্রতি ইউক্রেনের ঝাপোরিজিয়া এলাকায় এই ইসকান্দার দিয়েই অ্যাটাক করেছিল রাশিয়া। সেখানেই লক্ষ্য করা যায় একটা টার্গেটেই বারবার হামলা করছে মিশাইল। প্রথমে দুবার দাগা হয় এই মিশাইল এরপর ইউক্রেন মিলিটারি ঘটনাস্থলে পৌঁছতেই ফের দাগা হয় ইসকান্দর। এক্ষেত্রে বিশেষজ্ঞদের আশঙ্কা শীতকালে মূলত এই ঝাপোরিঝিয়া বিদ্যুত কেন্দ্র ও এর সংলগ্ন এলাকাকেই টার্গেট করবে মস্কো। আর সেটা যদি ইসকান্দার ক্ষেপনাস্ত্র দিয়েই করা হয় তাহলে তো ইউক্রেনের বড় বিপদ ঘনিয়ে আসছে।গতবার শীতকালের মতো এবারও রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর জোরালো হামলা চালাবে বলে কিয়েভের নেতৃত্ব আশঙ্কা করছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলে দিয়েছেন হাতে তাদের সময় বড্ড কম। রাশিয়া বিদ্যুৎ ও উত্তাপ সরবরাহে বিঘ্ন ঘটাতে হামলা বাড়াতে পারে। তাই তিনি যাবতীয় সমস্যা ও অবসাদ সত্ত্বেও ইউক্রেনীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ১০০ শতাংশ সক্রিয় থাকার ডাক দিয়েছেন কিন্তু তাতে কি আর পুতিন বাহিনীকে আটকানো সম্ভব প্রশ্ন উঠছে বড়সড়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version