পুতিন যুদ্ধ থামিয়ে শান্তি চান! মোদীর কাছে স্বীকারোক্তি, মিটে গেল সমস্যা ?

।। প্রথম কলকাতা ।।

পুতিন যুদ্ধ থামিয়ে শান্তি আলোচনা করবেন ইউক্রেনের সঙ্গে। মোদীর সামনে চাঞ্চল্যকর দাবি করলেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধ কি আর টানতে পারছে না রাশিয়া। জি২০ সম্মেলনে পুতিনে মন্তব্যে হতবাক বিশ্ব। পুতিনকে কি চাপে পড়ে এমন কথা বলতে হল? নাকি আসলে এবার সত্যি যুদ্ধ থামাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট। জি২০র মঞ্চে মোদী এমন কি বললেন পুতিনকে? যে সোজা যুদ্ধ থামিয়ে শান্তির বার্তা দিতে শুরু করলেন রাশিয়ার বাদশা। ইজরায়েল এবং হামাসের সংঘাত যেন আঞ্চলিক যুদ্ধের চেহারা না নেয় সেটা সুনিশ্চিত করার জন্য একযোগে যা করার করতে হবে। জি২০ বৈঠকে সংশ্লিষ্ট রাষ্ট্রনেতাদের উদ্দেশে ঠিক এই বার্তা দেন নমো। তাতেই যেন রাশিয়ার টনক নড়ে গেল।

ভারতকে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীকেই সত্যিটা বলে দিল মস্কো, নাকি এটা শুধুমাত্র পুতিনের বিশ্বের দরবারে সাধু সাজার চেষ্টা? ভ্লাদিমীর পুতিন সকলের সামনে বললেন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে তারা রাজি। শুধু তাই নয় এই পুতিনের কথা শুনলে আপনার মনে হবেই না যে ইনি ইউক্রেনে এত ভয়ঙ্কর যুদ্ধ চাইলে যাচ্ছেন। কারণ পুতিন এদিন বলেন কিয়েভে চলা রাশিয়ার “স্পেশাল মিলিটারি অপারেশন” আসলেই ট্র্যাজেডি। আসলেই দুঃখজনক ঘটনা রাশিয়া তো কোনওদিনও শান্তি আলোচনা থেকে মুখ ফেরায়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাহী আদেশ জারি করে রাশিয়ার সঙ্গে সব ধরনের শান্তি আলোচনার উদ্যোগকে নিষিদ্ধ করেছেন ঠিক এমনটাই দাবি ভ্লাদিমীর পুতিনের। জি২০তে পুতিনের এমন দাবি শুনে অনেকেই বলছেন তাহলে কি ভারতের নেতৃত্বে এবার একটু সুর নরম হচ্ছে পুতিনের? যুদ্ধ প্রায় সাড়ে ছশ দিনের কাছকাছি হতে চলছে এবার। জানা গিয়েছে জি২০ সম্মেলনে ভার্চুয়ালি ১৭ মিনিট ছিলেন পুতিন। সেখানে ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ সিঙ্গাপুর ও স্পেনের কথা শোনেন তিনি। পুতিনের সেগমেন্টে আমেরিকা ও চীনের এন্ট্রি ছিল না।

এবার ফিরে আসি শান্তি চুক্তির কথায়। তাহলে সত্যিই কি পুতিন চাইছেন যুদ্ধ থামাতে। বিশেষজ্ঞদের দাবি পুতিনের মন্তব্যে সেই রেশ পাওয়া গেলেও যুদ্ধের মাঠে একেবারেই শান্তির কোনও নামগন্ধ নেই। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও রাশিয়ার রাজধানী মস্কোয় পাল্টাপাল্টি ড্রোন হামলা হয়ে গেছে কিছুদিন আগেই। এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড আকস্মিক সফরে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য জেলেনস্কিকে আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার একটি প্যাকেজ দেওয়ার ঘোষণা করে দিয়ে গিয়েছেন। সেখানে মনে হয় রাশিয়া যুদ্ধ থামাবে? পুতিন যে শান্তির কথা বলেছেন তা কিছুটা এরকম যে এ সময় বিশ্বনেতাদের প্রতি এই সংকটের সমাধান খোঁজার আহ্বান জানিয়ে পুতিন বলেন নিরপেক্ষভাবে আমাদের সবাইকে ভাবতে হবে কীভাবে এই ট্র্যাজেডির ইতি টানা যায়। যদিও এর পাল্টা দিতে থামেননি জেলেনস্কি। তার দাবি যদি ইউক্রেন দোনবাস ও ক্রিমিয়ার ওপর অধিকার ছেড়ে দেয় তা হলে হয়তো রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তাই বিশেষজ্ঞদের দাবি সব মিলিয়ে পুতিন যে বক্তব্য রাখলেন তাতে বাস্তবতার সঙ্গে বিশেষ কোনও মিল নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version