চীনে পুতিন, সব দেখছে ভারত! ব্যালেন্স পরীক্ষায় পাশ নাকি ফেল ? একটা ভুলেই বড় বিপদ মস্কোর

।। প্রথম কলকাতা ।।

রাশিয়া-চীন আরও কাছাকাছি, কড়া নজর নয়াদিল্লির। যুদ্ধের মাঝেই চীনে যাচ্ছেন পুতিন। বড় কোনো ডিল? ভারতের সঙ্গে পুতিনের বোঝাপড়া কোন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে? পুতিনের সামনে বড় পরীক্ষা। দুনৌকায় পা রেখে চলতে পারবে রাশিয়া? ভারতের মতো ব্যালেন্স করা চাট্টিখানি কথা নয়। রাশিয়ার সঙ্গে ভারতের বলিষ্ঠ কূটনৈতিক সম্পর্কে কতটা এফেক্ট পড়তে পারে? মন রাখতে ভারতেও আসবেন পুতিন? যোগ দেবেন ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে? একটা ভুলে সম্পর্কের সমীকরণ উল্টেপাল্টে যেতে পারে। নজর গোটা বিশ্বের। চলতি বছরের মার্চে রাশিয়া সফরে গিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং যা বলেছিলেন, সেই কথাগুলোই এবার বর্ণে বর্ণে মিলে যাচ্ছে।

চীন রাশিয়ার সম্পর্কে নতুন দিগন্ত। আরো গভীর, আরো দৃঢ়। কিন্তু কতটা গভীর? যাতে ভারত রাশিয়ার সম্পর্কের ভীত নড়বড়ে হয়ে যেতে পারে? চলতি বছরেই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে পুতিনকে। সেখানেই অংশ নিতে পারেন রুশ প্রেসিডেন্ট। তবে, এই পরিস্থিতিতে যে প্রশ্ন টা বড় হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনেও কি যোগ দেবেন পুতিন? চীন সফরের ঘোষণা হলেও জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেনি রুশ প্রশাসন। তবে, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে ভারত। সেক্ষেত্রে চীন সফরে পুতিনের কার্যকলাপের দিকে কড়া নজর রাখবে নয়াদিল্লি।

এখন প্রশ্ন হলো। রাশিয়া কতটা ব্যালেন্স করতে পারবে?রশিয়া চীনের ঘনিষ্ঠতায় নয়া দিল্লির সঙ্গে মস্কোর সম্পর্কে চির ধরবে না তো? পুরোটাই নির্ভর করছে পুতিনের উপর তবে, এটাও এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন বিশ্বজুড়ে পরিকাঠামো নির্মাণে ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প শুরু করে চীন। এই প্রকল্পকে এবার এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়ে দিতে চাইছে চীন।সেই নিয়ে প্ল্যানিং এর জন্যই অক্টোবর মাসে বৈঠক রয়েছে। যে সময়েই চীন সফরে যাবেন পুতিন। তবে সম্মেলনে তিনি আদৌ অংশ নেবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু কনফার্ম জানা যায়নি। এদিকে, পুতিনের বিদেশ সফর নিয়েও নানা সমস্যা রয়েছে ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মামলায় গত মার্চ মাসে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসি। রাশিয়া ও ইউক্রেন কোনও দেশই আইসিসির সদস্য নয়। তবে আইসিসির অন্তর্ভুক্ত ১২৪টি দেশের যে কোনও দেশে পুতিন গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। তাই গ্রেপ্তারি এড়াতে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস সম্মেলনে যাননি রুশ প্রেসিডেন্ট।

সেক্ষেত্রে ভারত ও সেফ জোন পুতিনের জন্য। যেহেতু ভারত আইসিসির সদস্য নয় তাই এদেশে এলে গ্রেপ্তারির ভয় নেই তবে, শুধু চীন ভারত নয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে পুতিন তুরস্ক সফরের পরিকল্পনাও করছেন। তবে এই সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version