Weather Update: পুজোয় কোনদিন বৃষ্টি অষ্টমী না দশমী? আবহাওয়া আপডেট জানুন এখনই

।। প্রথম কলকাতা ।।

Weather Update: পুজোয় হবে বাংলায় বৃষ্টি কোন দিন ভিজবে বাংলা? অষ্টমী না দশমী ভারী বৃষ্টির পূর্বাভাস নাকি কি বলছে হাওয়া অফিস? খামখেয়ালি আবহাওয়ায় দুর্যোগ বাড়াবে নাকি? ফাইনালী পুজোয় আবহাওয়ার আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর। পুজোর চারটে দিন চুটিয়ে আনন্দ করেন সকলে। বয়স যাই হোক, সামর্থ্য যেমনই হোক, নিজেদের মতো করে চারটে দিন সব খারাপ ভুলে থাকার চেষ্টা। তাই পুজোর আকাশে কালো মেঘ দেখা দিলে পুজোতে বৃষ্টি হবে শুনলে মন কাঁদে উৎসবমুখর বাঙালির। এবার সেরকমই তো খবর দিচ্ছে হাওয়া অফিস পুজোর মাঝে কি এবার শীতের হাওয়ার ঝলকানি? তবে এতে আপনার মন খারাপ হবে না কথা দিলাম। অনেকদিন পর আবহাওয়া নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস। আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে থাকবে ঝলমলে আকাশ।

২২ তারিখ অর্থাৎ মহা অষ্টমীর দিন আবহাওয়ার তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ারও এদিন কোনও সম্ভাবনা আপতত নেই। ২৩ তারিখ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাকে একটু বেগ পেতে হতে পারে। কারণ নবমীর দিন কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। ২৪ তারিখ অর্থাৎ দশমীর দিনও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উপকূলবর্তী জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কোথাও নেই। হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ২৩ তারিখের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নামতে পারে।

শুধু তাই নয়, পুজোয় মিলবে বোনাসও হাওয়া অফিস সে বার্তাও শুনিয়েছে। তীব্র গরম, স্বাভাবিকের থেকে উপরে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও অনেকটাই কমবে। আবহাওয়াবিদরা বলছেন এই সুখবর তাঁরা দিতে পারছেন কারণ বঙ্গোপসাগর এখনও শান্ত। সেখানে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্টে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া ঢুকবে। উত্তর ভারত থেকে হাওয়া ঢুকবে ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশের পরিমাণও কমবে। যার জেরে ভ্যাপসা গরম যেমন কমবে বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version