।। প্রথম কলকাতা ।।
Weather Update: পুজোর আগে বাংলায় দুর্যোগের আশঙ্কা। সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তার পরিণতি কী? আচমকাই বদলে যেতে পারে আবহাওয়া কোন কোন জেলা ভিজবে এবারের পুজোয়? পুজোর হাতে গোনা আর কয়েকটা দিন এখন এভাবে আবহাওয়া বদলালে কে জানে কী হবে? কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? ঝড়বৃষ্টির রেশ কাটিয়ে অনেকটাই উন্নতি হয়েছে আবহাওয়ার। দুর্যোগের মেঘ অনেকটাই কেটে গিয়েছিল দক্ষিণবঙ্গে। প্রবল ঝড় বৃষ্টি সম্ভাবনা সেইভাবে নেই বলেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু পুনরায় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এক বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই এবার দেখা দিচ্ছে আরেক ঘূর্ণাবর্তের আশঙ্কা। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের তৈরি হবে একটি ঘূনাবর্ত। কোন দিকে এগোবে সেটা? বাংলাদেশ সংলগ্ন সুন্দরবন নাকি অন্য এলাকা দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে তার প্রভাবই বা কতটা পড়বে?
পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়ার কোথাও তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি অবশ্য হতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জন্য বোধহয় খুব একটা সুখের খবর নয়। কারণ উত্তরবঙ্গে জেলাগুলিতে বহাল থাকছে ঝড় বৃষ্টির পরিমাণ। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে স্বস্তি পাবে না উত্তরবঙ্গের মানুষেরা।
পুজোর সকালে তাহলে ঝলমলে রোদ নাকি বৃষ্টিভেজা সকাল দেখবে বাংলার মানুষ? হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের আভাস পাওয়া যাচ্ছে সেটা কোন দিকে এগোবে তা এখনও স্পষ্ট নয়। তবে পূর্বভাস অনুযায়ী, মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে। পুজোয় বৃষ্টি হবে কি না তা এখনই বলা যাবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এবারের মতো বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশ থেকে এরপর কয়েকদিনের মধ্যেই বাংলা থেকেও বর্ষা পুরোপুরি বিদায় নেবে। জানা যাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। উপরের দিকের এই ৫ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাই এবার পুজোয় বৃষ্টি হবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম