Business Idea: পুজোয় ৫ ব্যবসায় মালামাল হতে পারেন! একবার রিস্ক নিলেই খুলে যাবে ভাগ্য

।। প্রথম কলকাতা ।।

Business Idea: পুজোর মরসুমে বাড়তি রোজগার চান? এই ৫ আইডিয়া আপনার ঘরে আনবে লক্ষ্মী। একটু সাহস আর ইচ্ছা থাকলেই মালামাল হতে পারেন। এবার পুজোয় করে দেখবেন নাকি কম বিনিয়োগের এই ব্যবসা। পুজোয় তো শুধু খরচাই করেন, এবার একটু টাকা কামিয়ে নিলে কেমন হয়! বড় সুযোগ আপনাকে আমরা দিচ্ছি ৫ এমন আইডিয়া যার মধ্যে একটা জমিয়ে ফেললে আর কে দেখে। নিজের সামর্থ্য মত টাকা বিনিয়োগ করে শুরু করে ফেলুন এইসব ব্যবসা।

পুজোর সরঞ্জাম বিক্রি

সামনেই পুজোর মরশুম। এই সময় দশকর্মার সামগ্রী সব থেকে বেশি বিক্রি হয়। আপনি যদি দশকর্মা ভান্ডার খুলতে পারেন তাহলে খুব কম বিনিয়োগেই ভালো টাকা রোজগার করতে পারবেন। তাছাড়া সব পুজোতেই দশকর্মার ভান্ডার কাজে লাগে। তাই সারা বছরই আপনার দোকান বা ব্যবসায় ভালো মতোই রোজগার হবে। এই ব্যবসা শুরু করতে গেলে পুজোতে ব্যবহৃত সমস্ত সরঞ্জামের বিষয়ে আপনাকে জানতে হবে বা আইডিয়া থাকতে হবে। তারপর সেগুলি পাইকারি মূল্যে কিনে এনে বিক্রি করতে পারেন।

ইলেকট্রিক লাইটের ব্যবসা:

এই ব্যবসা কিন্তু অনেককেই করতে দেখবেন। পুজোর সময় সকলেই নিজের বাড়ি ইলেকট্রিক লাইট দিয়ে সাজান। এই সময় যদি আপনি বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক লাইটের ব্যবসা শুরু করতে পারেন তাহলে ভালো রোজগার হবে।

ফাস্ট ফুডের ব্যবসা:

বাঙালির পুজো মানেই তো জমিয়ে পেটপুজো। পুজোর সময় ফাস্ট ফুড এর ব্যবসা রমরমিয়ে চলে। এই সময় অল্প বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করা যায় ফাস্টফুড বিক্রি করে। সারা বছর এই ব্যবসা না করলেও
পুজোর সময় বেশ ভালো রোজগার করতে পারবেন আপনি। খাবারটা অবশ্যই সুস্বাদু হতে হবে এটা মাথায় রাখবেন।

মাটির প্রদীপের ব্যবসা:

চীনের তৈরি লাইট নয় বর্তমানে মাটির তৈরি প্রদীপের চাহিদা বাড়ছে। পুজোতে তো বটেই, অনেকেই মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে উৎসবের দিনগুলিতে বাড়ি সাজিয়ে তোলে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এখন বিভিন্ন ধরনের প্রদীপ তৈরি হচ্ছে। আর তা বেশ চাহিদা রয়েছে। বিক্রিও হচ্ছে বেশ ভালোই দামে। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে এই মাটির প্রদীপের ব্যবসা শুরু করতে পারেন। অনলাইন এবং খোলা বাজারে এই ধরনের প্রদীপের বেশ চাহিদা আছে।

জামা কাপড়ের ব্যবসা:

উৎসব মানেই নতুন ভাবে নিজেকে সাজিয়ে তোলা নতুন পোশাক কেনার মাতামাতি পড়ে যায়। ফলে জামা কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। বাড়িতে বসেই এই ব্যবসা করা যেতে পারে। এক্ষেত্রে ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপ সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারলে ব্যাস কথাই নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version