EPFO: ২০২২-২৩ সালের জন্য ৮.১৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে প্রভিডেন্ট ফান্ড বডি: রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

EPFO: সোমবার ২০২২-২৩-এর জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের হার বাড়াল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে সুদের হার ৮.১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি ২০২১-২২ সালের EPFO ​​ঘোষিত ৮.১ শতাংশ সুদের হারের প্রায় অনুরূপ, যা প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন ছিল।

মঙ্গলবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি তাদের বৈঠকে ২০২২-২৩ এর জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ৮.১৫ শতাংশ সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে। অর্থ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পর ইপিএফ আমানতের সুদের হার অনুমোদন করে। নতুন হার কর্মীদের জন্য হতাশা হিসাবে আসে কারণ ইপিএফও-এর সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ইপিএফ-এ উচ্চ হারের সুদের ঘোষণা করবে বলে আশা করা হয়েছিল।

২০২০ সালের মার্চ মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ​​ইপিএফ আমানতের সুদের হার ২০১৯-২০ সালে ৮.৫ শতাংশ কমিয়ে আনে। যা ছিল সাত বছরে সর্বনিম্ন। ২০১৮-২০ সালে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ২০২২ সালের মার্চ মাসে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ​​২০২১-২২ এর জন্য ইপিএফ-এর উপর সুদ কমিয়ে তার প্রায় পাঁচ কোটি গ্রাহকের জন্য ৮.১ শতাংশ করে। যা ২০২০-২১ সালে ৮.৫ শতাংশ। ১৯৭৭-৭৮ সালে এটি সর্বনিম্ন ছিল, যখন EPF সুদের হার ৮ শতাংশে দাঁড়িয়েছিল। ২০১৭-১৮ সালে ৮.৫৫ শতাংশ সুদের হার প্রদান করেছিল। যা ২০১৫-১৬ সালে সুদের হারের (৮.৮ শতাংশ) চেয়ে কিছুটা বেশি ছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version