।। প্রথম কলকাতা ।।
Seasonal Farming: নতুন বছর(New Year) শুরু করুন নতুন ভাবে। ভুলে যান ২০২২ এর না পাওয়ার কষ্ট গুলি। আপনি যদি কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে নতুন ভাবে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা চালান। বর্তমানে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নতুন নতুন প্রকল্প আনা হয়েছে। কোটি কোটি কৃষক সরকারি প্রকল্পে সুফল পাচ্ছেন। সরকারি তরফ থেকে কিষান পাঠশালা ও সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে, যাতে কৃষকরা বৈজ্ঞানিক ও আবহাওয়া ভিত্তিক চাষাবাদ সম্পর্কে সঠিক তথ্য পান। আর এভাবেই কৃষকরা সঠিক সময়ে সঠিক ফসল বেছে নিতে পারবেন। যদি প্রতিটি ফসল সঠিক সময় বপন করা হয় তাহলে কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবেন। যদি ভুল সময় ফসল চাষ করা হয় তাহলে উৎপাদন হ্রাস পাবে এবং পণ্যের গুণমানও কমবে। সাধারণত ভারতে তিন ভাবে ফসল চাষ করা হয়। রবি, খরিফ এবং জায়েদ। সঠিক সময়ে ফসল চাষ করার ক্ষেত্রে কয়েকটি তথ্য জেনে রাখুন।
(১)রবি মৌসুমের ফসল
রবি মৌসুমে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ফসল বপন করা হয়। এই সময় আবহাওয়া ঠাণ্ডা থাকে। এই আবহাওয়া গম, ছোলা, মসুর, সরিষা বপনের জন্য সবচেয়ে উপযোগী। এই সব অর্থকরী ফসলের পাশাপশি টমেটো, বেগুন, আলু, লাউ, শাকসবজি, করলা, মটরশুটি, ফুলকপি, বাঁধাকপি, মুলো, গাজর, শালগম, মটর, বীটরুট, পালংশাক, মেথি, পেঁয়াজ, আলু, মিষ্টি আলু ইত্যাদি চাষ করা হয়।
(২)খরিফ মৌসুমের ফসল
খরিফ মৌসুম শুরু হয় জুন-জুলাইয়ের মধ্যে। এই সময় তাপমাত্রা অনেক বেড়ে যায়। লু রীতিমত দৌড়াদৌড়ি শুরু করে। এই মৌসুমটি ধান , ভুট্টা, জোয়ার, বাজরা, মুগ, চীনাবাদাম, আখ, সয়াবিন ইত্যাদি চাষের জন্য সবচেয়ে উপযোগী। এসব অর্থকরী ফসল ছাড়াও এই মৌসুমে করলা, কুমড়ো, করলা, শসা, লাউ, পেয়ার, আমড়া প্রভৃতি চাষ হয়।
(৩)জায়েদ মৌসুমী ফসল
জায়েদ মৌসুমে, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ফসল বপন করা হয়। সব প্রধান সবজি শুধুমাত্র রবি ও খরিফ মৌসুমে চাষ করা হলেও জলবায়ু অনুযায়ী জায়েদ মৌসুমে কিছু ফসল বপন করলে ভালো ফলন পাওয়া যায়। এসব ফসলের মধ্যে রয়েছে মুগ, সূর্যমুখী, চীনাবাদাম, ভুট্টা, ছোলা, সবুজ পশুখাদ্য, তুলা, পাট ইত্যাদি। অনেক কৃষক জায়েদ মৌসুমে রবি ফসলের সাথে আন্তঃশস্য চাষও করেন। যেমন গমের সাথে আলু চাষ, সরিষার সাথে মৌমাছি পালন ইত্যাদি। এভাবে আপনি সহজেই কৃষি ক্ষেত্রে থেকে মোটা টাকা আয় করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম