Tejashwi Yadav: চাকরির জন্য জমি কেলেঙ্কারির তদন্ত, তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে হানা দিল ইডি

।। প্রথম কলকাতা ।।

Tejashwi Yadav: বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে চাকরির জন্য জমি কেলেঙ্কারির মামলায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রাজধানীর নিউ ফ্রেন্ডস কলোনিতে অবস্থিত আরজেডি নেতার বাসভবনে সকাল ৮:৩০ টায় ইডির তদন্তকারীরা অভিযান শুরু করে। মামলার বিষয়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদে সমাজবাদী পার্টির নেতা জিতেন্দ্র যাদবের বাসভবনেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। জিতেন্দ্র যাদব লালু প্রসাদ যাদবের মেয়ে রাগিনির স্বামী।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) কেলেঙ্কারির জন্য তিনটি রাজ্যের ১৫টি স্থানে অনুসন্ধানও চালানো হচ্ছে। বিহারের পাটনায় আরজেডি নেতা এবং লালু প্রসাদ যাদবের সহযোগী আবু দোজানার বাড়িতেও অভিযান চলছে। লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে জড়িত সম্পত্তি সহ বিহার, উত্তরপ্রদেশ এবং মুম্বাইতে ইডি অনুসন্ধান চালাচ্ছে।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে চাকরির জন্য জমি কেলেঙ্কারির বিষয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করার কয়েকদিন পরেই এই অভিযান চালানো হয়। মামলাটি যাদব পরিবার এবং তার সহযোগীদের সস্তা দামে বিক্রি করা বা উপহার দেওয়া জমির বিনিময়ে রেলওয়েতে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সিবিআই প্রসাদ, তার স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং অন্য ১৪ জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিধানের অভিযোগে একটি চার্জশিট দাখিল করেছে এবং সমস্ত অভিযুক্তকে ১৫ মার্চ তলব করা হয়েছে। সিবিআই অভিযোগ করেছে যে লালু প্রসাদ যাদব ২০০৪-২০০৯ সময়কালে রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় বেশ কিছু জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা। বদলে রেলে রেলওয়ের বিভিন্ন জোনে গ্রুপ “ডি” পোস্টে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

বিরোধী নেতারা গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে অভিযোগ করেছেন যে কেন্দ্র রাজনৈতিক স্কোর মীমাংসার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে। তেজস্বী যাদবও স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version